মানুষ হতে হবে
মানুষ হতে হবে
খাদিজা বেগম
পুলিশের পোশাক পড়লেই তো- পুলিশ হওয়া যায়না,
যে অমানুষের সেবা করে- মানুষের ভালো চায় না।
শৃঙ্খলার নামে বিশৃঙ্খলায়- পরিপূর্ণ করে দেশ,
যাদের বেতনে চাকরি করে- তাদেরকেই করে শেষ।
পুলিশের পোশাক পরলেই তো- সন্ত্রাসী হয় না পুলিশ,
কর্মফল বিহণে রবেবে না- কোন ক্ষমতার হদিশ।
উকিলের পোশাক পড়লেই -উকিল হওয়া যায়না,
যে অপরাধীর পক্ষে থাকে- সাধুর পাশে রয় না।।
মুখে মুখে বিচারের বুলি-মনে পোষে ষড়যন্ত্র,
এরাই দেয় অপরাধীদের- কু কাজকর্মে কুমন্ত্র।
ডাক্তার হলেই মানব সেবায়- নিয়োজিত হওয়া যায় না,
মানুষ না হতে পারলে তারে- দিয়ে উপকার হয় না।
রাজনীতিবিদদের মত দেবে- সে ক্ষণে ক্ষণে ভাষন,
অস্ত্র দিয়ে রক্ত ঝরিয়ে সে-মানুষকে করে শাসন।
শোন,সবকিছু হবার আগে- মানুষ হতেই হবে,
অমানুষের ছড়াছড়ি এই ক্ষুদ্র মানুষের ভাবে।
Comments
Post a Comment