Posts

Showing posts from April, 2022

লজ্জা আর ভয়

 লজ্জা আর ভয় খাদিজা বেগম লজ্জা আর ভয় মানুষের- মাঝে সদা থাকতে হয়, মানুষের মত মানুষ যে - পাপ কর্ম করে ভয়। লজ্জা আর ভয় নিয়ে আছে- ছোট বড় কিছু সংজ্ঞা, এসব জ্ঞান নেই তো ওদের- যারা পণ্য ভরা ঠোঙা। টাকার কাছে বিক্রি হয়েছে-বেছে নিয়েছে দাসত্ব, অর্থের নেশায় অন্ধ হয়ে-হারায় নিজ গুরুত্ব। লেখাপড়া শিখে তুমি হবে-বিশ্বসেরা জ্ঞানীগুণী, তা না হয়ে কেন হলে তুমি- জগন্য ভাড়াটে খুনি। লজ্জা করো ও মানুষ অন্য- মানুষের ক্ষতি করতে, লজ্জা করো না যে নিপীড়িত- মানুষের জন্য মরতে। ভয় কর অন্যায়, অলিক আর বিশৃঙ্খলা করতে, ভয় করো না তুমি অন্যায় হতে- খুব দ্রুত পিছু সরতে।  পরোপকারী কাজে রাখো- মানুষের পরিচয়, ছেড়ে দিয়ে বস্তু কেড়ে নিও- অমূল্যধন হৃদয়। যাদের মাঝে নাই মনুষত্ব- নাই ন্যায়-অন্যায় বোধ, তাদের কলুষিত ওই বুকে- অহংকার আর ক্রোধ। যারা ক্ষুদ্র স্বার্থ কেন্দ্র করে- কেড়ে নেয় তাজা প্রাণ, ওরা সমাজের বড় শত্রু- মানব রুপি শয়তান। বিকৃত মস্তিষ্কের মানুষ- শিক্ষিত হয়েও মূর্খ, কথায় কথায় করে ওরা- বিশৃংখলা আর তর্ক আদালতে গিয়ে বলে কথা- যারা সন্ত্রাসীর পক্ষে, কোন মানবতা, মায়া, দয়া- নাই তাদের নোংর...

প্রতিবাদ

 প্রতিবাদ খাদিজা বেগম ১২/১১/২০১৯ অন্যায় করে অন্যায়কারী মানুষ করে তার প্রতিবাদ, তবে কেনো নিরবে সই মানবতার প্রতি আঘাত। তবে আমরা কি মানুষ নই? দানব শয়তান মানব রুপি  লোক দেখানো গির্জা,মন্দির প্যাগোডা আর হিজাব, টুপি। হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান ধর্ম নিয়ে হানাহানি, মানবতা পায়ে ঠেলে ধর্ম ধরে টানাটানি। ধর্মের চেয়ে মানুষ বড় মানবতা রক্ষা করো, সব মানুষের সমান দাবি স্বজন প্রীতি বন্ধ করো। ফিরিয়ে দাও ঠিক অধিকার কারো হক কেউ করোনা নষ্ট , তবেই হবে জগৎ জান্নাত কেউ পাবে না কোন কষ্ট। সত্য প্রকাশ হবেই হবে আজকে না হয় কালকে হবে, দেখছে শোনছে অন্তর্যামী গোপন কর্ম মিথ্যে ভবে। সব মানুষের একজন মালিক আমরা সবাই তার দাস-দাসী, লোভ-লালসা হিংসা ভুলে একে অন্যে ভালোবাসি।

ঘুমের ঘোরে

 ঘুমের ঘোরে খাদিজা বেগম  ঘুমের ঘোরে এসে তুমি প্রেমের ঝলক যাও দেখাইয়া, জেগে উঠে খুজি তোমায়  কোথায় থাকো গো লুকাইয়া? এক পলকে আমার বুকে দিয়েছো আগুন যে জ্বালাইয়া, দাও নিভিয়ে প্রেমের আগুন ছাই করোনা আর পোড়াইয়া। সামনে পিছে পাইনা তোমায় খুঁজি আমি পাগল হইয়া, তোমার প্রেমে জ্বলছে আগুন পুড়ছি আমি রইয়া রইয়া। ডানে খুঁজি বামে খুজি  খুঁজি তোমায় সই তাকাইয়া মরুর বুকে ঢেউ জেগেছে  আগে ছিলো যা শুকাইয়া। হাবুডুবু খাচ্ছি একা নাও তুলে নাও তোমার নায়ে, সারা জীবন করবো সেবা তোমার একটু প্রেমের দায়ে। আড়াল হতে হেসো না গো আমি তোমার নায়ের নাইয়া, যেমন বলবে বাইবো তেমন তোমার পানে চাইয়া চাইয়া। চাইলে ফেলবো বাসের লগি নইলে বাইবো বৈঠা দিয়া, তুমি চাইলে পাল উড়াবো রাখবো প্রেমেতে ভাসাইয়া। দাও দেখা দাও কাছে এসে থেকো না গো আর পালাইয়া, প্রেমের আগুন জ্বলছে বুকে আর মেরনা গো জ্বালাইয়া।

স্বাধীনতা

 স্বাধীনতা খাদিজা বেগম ২৩/১২/২০১৯ যাদের ডাকে যুদ্ধে গেলাম  বাংলা মাকে স্বাধীন করলাম, আজকে দেখি তাঁরাই করছে  পরাধীনতাকে সালাম। যাদের ডাকে রক্ত দিয়ে রক্ত সাগর দিলাম গড়ে, আজকে দেখি তাঁরাই এখন রক্ত নিয়ে খেলা করে। যাদের ডাকে উদ্ধার করলাম ভোট অধিকার গনতন্ত্র, আজকে দেখি তাঁরাই এখন চালায় ঘৃণ্য ষড়যন্ত্র। যাদের ডাকে সাড়া দিয়ে মা, বোনদের বিলীন সম্ভ্রম। আজকে দেখি তাঁরাই এখন ধর্ষণকারীর অভয় আশ্রম। যাদের ডাকে এক হয়ে সব স্বাধীনতা করলাম সন্ধি, আজকে দেখি তাঁদের হাতে মোদের স্বাধীনতা বন্দী। শিক্ষিত জন কেঁদে মরে কর্ম খুঁজে বয়সটা শেষ, দক্ষ কর্মীর অভাবে ভাই লক্ষ্যচ্যুত আমাদের দেশ ‌। কৃষক শ্রমিক পায় না মূল্য, পুঁজিবাদী করছে সব গ্ৰাস ,  দেশ প্রেমিকরা হচ্ছে গুম, খুন আজ রাজত্ব করছে সন্ত্রাস। ভেবে ভেবে যুগ কেটেছে এভাবে আর ভাববে কত? মরার আগে এক বার মরো বীর বাঙ্গালী বীরের মতো। জেলের ভয়ে ফাঁসির ভয়ে মিউ মিউ করে না প্রতিবাদী, ভয়ে ভয়ে হয় যে কাতর  স্বার্থবাদী , অপরাধী। জীবন মৃত্যু আল্লাহ হাতে ঈমান ছাড়া কিছুই নাই, অত্যাচারী দমন করতে তবে কেনো মিথ্যে ভয় পাই। আমরা কজন মুক্তি সেনা...

ও রাজা

ও রাজা খাদিজা বেগম ১৮/১১/২০১৯ ও রাজা, তৈল মেখেছো কতো তোমার বাঁশির নাকে?  আর কতো যে ঘুমাবে তুমি সুরে সুরে নাক ডেকে? ও রাজা, দামি খাবার চাইনি তোমার নিকটে খেতে,  প্রজারা কাঁদে তোমার কাছে  কয়েকটা পেঁয়াজ পেতে। ও রাজা, চোখ সরিয়ে দেখো দূর্নীতির চশমা থেকে, এভাবে ভান করিবে কত দেখেও  রবে না দেখে? ও রাজা, প্রজা মরে তোমার অনাহারী কাঁদিতে কাঁদিতে, জবাব তোমায় দিতেই হবে পেঁয়াজ কেনো নদীতে? সয় না রাজা, ক্ষুধার সাজা নুন মরিচ দাও খেতে, পেঁয়াজ মরিচ নুন ভাতে থাকবো আমরা সুখে মেতে। ও রাজা, তুমি কেমন রাজা ক্ষুধার্তদের দাও কষ্ট ? খাবার পচিয়ে জলে ফেলে পানি করো কেনো নষ্ট? ও রাজা, তুমি কেমন রাজা সুখে রাখো অপরাধী, সাধু গণ কাটায় জীবন বীনা অপরাধেে কাঁদি। যতো খুশি ততো মারো পিঠে মেরো না লাথি এই পেটে, ক্ষুধার জ্বালায় জ্বলে পুড়ে এই কলিজা ফেটে। এউন্নয়ন চাই না কোন আর চাই জবাব দিহিতা চাই, অন্ন ,বস্ত্র, শিক্ষা, চিকিৎসা চাই, মানুষ হয়ে বাঁচতে চাই। কেরে নিওনা  বেঁচে থাকার নিম্নতম অধিকার, দূর করে দাও জীবন থেকে দুঃখ, কষ্ট হাহাকার।

কবর বাসী

 কবর বাসী খাদিজা বেগম ২৮/১১/২০১৯ রাজার হুকুম মান্য করে পেঁয়াজ ছাড়া তরকারি খাই, আমার কি ভাই কবর বাসী প্রতিবাদী কণ্ঠ যে নাই। একদিন আসবে এমন হুকুম চাউল ছাড়া খাবে যে ভাত, কণ্ঠে কণ্ঠে আগুন জ্বালাও করবো মোরা আজ প্রতিবাদ।  বাংলা মায়ের সন্তান আমরা ওদের কেন ভাই করছি ভয়? আমার যোদ্ধা আমার স্বাধীন আমার কারো গোলাম তো নয়। ওরা মোদের বেতন ভুক্ত তবু কেন চালায় হুকুম? ন্যায্য দাবি চাইতে গেলে চালায় গুলি করে যে গুম। মোদের টাকায় গাড়ি বাড়ি আসবাবপত্র বহু দামি, তবু খায় যে লুটেপুটে বললে কথা হই আসামি। ওদের পেশা রক্ত চোষা খায় যে চুষে প্রজার রক্ত, মুখে মুখে মানব সেবা মনে মনে অর্থ ভক্ত। মানবতার ডাক এসেছে আয় ছুটে আয় দলে দলে, অত্যাচারী ধ্বংস করি সত্য সঠিক পথে চলে।

চাঁদের হাসি

 চাঁদের হাসি খাদিজা বেগম ১১/১১/২০১৯ নিশি জেগে দেখি আমি নীল আকাশে চাঁদের হাসি, জ্যোৎস্নায় ভিজে ভিজে ভাবি তুমি আমি পাশাপাশি । আর কতো রাত জেগে রবো ? আমি তোমায় ভেবে ভেবে, আর কতো দিন খুঁজলে তোমায় তুমি আমায় দেখা দেবে। দিন কাটে না রাত কাটে না কাটে না যে সকাল-বিকাল, বৃষ্টির ছন্দে মন আনন্দে নৃত্য করতে হলো মাতাল। গুন গুনিয়ে গান শুনিয়ে অলি ছুটৈ ফুলে ফুলে, কল কলিয়ে ছুটৈ যায় ঢেউ নদীর গভীর থেকে কুলে। তেমনি এমন ছুটে চলে তোমার পানে অবিরত, তোমায় ছাড়া পুড়ে পুড়ে হৃদ মাঝারে হাজার ক্ষত।। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া যেনো কেমন কেমন লাগে, এমন ক্ষণে মনে মনে তোমায় পাবার ইচ্ছে জাগে।

দেউলিয়া

 দেউলিয়া খাদিজা বেগম  বেগুনি ভরা মিষ্টি কুমড়ায়- সংসদ বড় ডাকাতে, দূর্নীতি বাজ গড়ছে আইন- নীতিবানদের ঠেকাতে।। খাদ্যের বাজার ভরা বিষ- ফলমূল ভড়া ভেজালে, ওদের মুখভরা নীতিকথা -দুর্নীতি করে আড়ালে। গণতন্ত্র ভরা ষড়যন্ত্র -দল ভড়া চাঁদাবাজে, রাজনীতি ভড়া দুর্নীতিবাজ- সন্ত্রাসী ভরা সমাজে। থানা ভড়া ঘুষখোর, সন্ত্রাস- আদালত ভড়া মিথ্যে, জেল ভরা নীতিবান লোক- খুনিরা মুক্ত নেপথ্যে। চোরে-চোরে মাসতুতো ভাই- ওরা ষড়যন্ত্র করে রাতে, আইনের লোকে হয়ে ওরা- থাকে সন্ত্রাসীদের সাথে।।  প্রতিটা চেকপোষ্টে চাঁদাবাজি- আদালতে ভরা ব্যবসা, উকিলে দরদাম করছে হচ্ছে- আসামীরা কেনাবেচা। সেবা খাতে, শিক্ষাখাতে সব- ভরেছে চোর, ডাকাতে, কোথাও নাই কোন প্রতিবাদী -ভীত সব এলাকাতে।। পুকুর ভরা ধুলামাটিতে -রাস্তা ভড়া নোংরা জলে, মেগা প্রকল্প ভরা দুর্নীতি -দেশপ্রেমিক ভড়া জেলে। বিদ্যালয় ভড়া মন্দ কর্মে- শিক্ষা ভরা অনুচিত, তাই মন্দ জন মন্ত্রী এখন -কাঁদে মানবতার ভিত। দেশের দায়িত্বে এলো যারা- তারা সবাই ছিল ভুল, তাদের কাছে দূর্নীতিটাই- ছিল উন্নয়নের মূল। কর্মকাণ্ড বেয়াইনি ওদের- আইন শুধু পোশাকে, কুকুরের মত প্রাণী ওরা- চ...

ওহে পত্রিকাওয়ালা

 ওহে পত্রিকা ওয়ালা খাদিজা বেগম  ও হে পত্রিকা ওয়াল, একটু দাড়াও না ভাই,  তোমাকে আমার কিছু কথা শুনাতে চাই। সে যেন তার পত্রিকায় না ছাপে আর, নিঃস্ব হয়ে যাওয়া ছবি কোন ধর্ষিতার। সে যেন ছেপে দেয় ধর্ষণকারী ছবি, তার কাছে আমার শুধু এই টুকুই দাবি। যাতে সমাজের লোকে চেনে ধর্ষণকারী, তাকে দেখে আমরাও সাবধান হতে পারি। ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও না ভাই, তোমাকে আরো কিছু কথা শোনাতে চাই। সে যেন তার পত্রিকায় না ছাপে আর, প্রিয়জন হারাবার কষ্ট হাহাকার। সে যেন ছেপে দেয় খুনি দের নোংরা ছবি, সাথে যেন থাকে তার মালিকের ছবি । যা দেখে চিনে রাখে আমাদের এই সমাজ, কে নীতিবান আর কে বা খুনি সন্ত্রাস। ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও না ভাই, তোমাকে আরো কিছু কথা শোনাতে চাই। সে যেন তার পত্রিকায় না ছাপে আর, গাড়িতে চাপা পড়া অসহায় লাশটার। সে যেন চেপে দেয় ঐ ঘাতকের ছবি, সাথে যেন থাকে তার হেলপারের ছবি। যাতে কোন অপরাধী পালিয়ে না থাকে, সমাজের লোকে যেন ধরে ফেলে তাকে। ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও না ভাই, তোমাকে আরো কিছু কথা শুনাতে চাই। সে যেন তার পত্রিকায় না ছাপে আর, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও চোরাকারবার। সে...

ঘরের লক্ষী

 ঘরের লক্ষী খাদিজা বেগম  তোমার ঘরের লক্ষী হতে এসে আমি,  হয়ে গেলাম তোমার ঘরের এক দাসী। সকলের মন জয় করতে গিয়ে আমি,  আজ নিজের প্রতি নিজেই বড় উদাসী। তৈরি করতে গিয়ে আমি গোলাকার রুটি,  আয়ত্ত করতে গিয়ে তরকারির স্বাদ। ভুলে গেছি আমি চুল বাঁধতে আমার  বারবার পুড়িয়েছি যত্নে রাখা দুই হাত। তবুও হয়ে গেছে রুটির র টুকরা বাঁকা, শাকসবজিতে একটুখানি লবণ কম। দেখনা মন্দ কথা শোনাতে কেউ ছাড়ে না  বাবা মাকেও সোনায় কথা নানা রকম। শত কাজের মাঝে হলে দুই একটা টি ভুল  এই সংসারে কেউ নেই তাহা করে দিবে ক্ষমা, প্রয়োজন ছাড়া সেও তো কাছে ডাকে না  বলে না একটু কাছে থেকো হে প্রিয়তমা। তাই মাঝে মাঝে মনে হয় সবাই আমার  প্রিয় হলেও আমি যে শুধুই প্রয়োজন, তাই কেউ বোঝেনা আমায় ভুল খোঁজে তারা নানা কথার আঘাতে ক্ষত করে মন। আজানের শব্দে ঘুম ভেঙ্গে উঠে আমি কাজে-কর্মে ব্যস্ততার মাঝে রাত জাগি, তবুও তো পান থেকে চুন খসলেই সেও  তেরে এসে হুংকারে ছেড়ে কি করো তুই মাগি? সবার কাজের থাকে সময়সীমা আরও থাকে বেতন-বোনাস, ভাতা থাকে ছুটি, আমার কাজের ভুল, ত্রুটি ,দোষ ধরে তেরে এসে দুই হা...

মাহে রমজান

মাহে রমজান খাদিজা বেগম  মাহে রমজান, মাহে রমজান এই এসেছে মাহে রমজান, পাপীতাপী আছে যত  পাবে তারা পাপ থেকে ত্রাণ। মাহে রমজান, মাহে রমজান  এখন চলছে মাহে রমজান, রাখবো রোজা, পড়বো নামাজ  করবো এতিম, দুঃখীদের দান। বার মাসের সেরা এই মাস পবিত্র এই মাহে রমজান, ক্ষমা পেতে দিনে রাতে সেজদায় পেতে রাখি গর্দান। মাহে রমজান মাহে রমজান নিয়ে এলো জীবন বিধান, আল্লাহতালার মহা গ্রন্থ  পবিত্র এই আল-কুরআন। এখন সময় দয়া পাবার করবো দয়ার অনুসন্ধান, জন্ম থেকে মৃত্যু তাড়ায়  ধরার জন্য অপেক্ষমান। রোজা রেখে ইতিকাফে করবো নিজে নিজ আত্মদান, দুনিয়াদারি পিছে রেখে এগিয়ে নেব ইহসান। চলবো মেনে হাদিস কুরআন  আল্লাহতালার সকল বিধান, লালন করবো পবিত্রতা ধারন করবো পূর্ণ ঈমান। কারণে আর অকারণে দেবোনা কেউ কাউকে দুর্নাম, ন্যায়ের পক্ষে থাকবো অটল রাখবো শক্ত নিজের স্থান। নাজাত দিতে আসলো রমজান  বরকত নিয়ে প্রবাহমান, ঘরে ঘরে সেহরি ও  ইফতারের সুখ রাখবো অম্লান। রমজান থেকে শিখে রাখবো পাপি নাদান সব মুসলমান, করবো না কেউ দুর্ব্যবহার একে অন্যে করবো সম্মান। বলাবো না কেউ অশ্লীল কথা পুষবো না আর ক্রোধ, ...