লজ্জা আর ভয়
লজ্জা আর ভয় খাদিজা বেগম লজ্জা আর ভয় মানুষের- মাঝে সদা থাকতে হয়, মানুষের মত মানুষ যে - পাপ কর্ম করে ভয়। লজ্জা আর ভয় নিয়ে আছে- ছোট বড় কিছু সংজ্ঞা, এসব জ্ঞান নেই তো ওদের- যারা পণ্য ভরা ঠোঙা। টাকার কাছে বিক্রি হয়েছে-বেছে নিয়েছে দাসত্ব, অর্থের নেশায় অন্ধ হয়ে-হারায় নিজ গুরুত্ব। লেখাপড়া শিখে তুমি হবে-বিশ্বসেরা জ্ঞানীগুণী, তা না হয়ে কেন হলে তুমি- জগন্য ভাড়াটে খুনি। লজ্জা করো ও মানুষ অন্য- মানুষের ক্ষতি করতে, লজ্জা করো না যে নিপীড়িত- মানুষের জন্য মরতে। ভয় কর অন্যায়, অলিক আর বিশৃঙ্খলা করতে, ভয় করো না তুমি অন্যায় হতে- খুব দ্রুত পিছু সরতে। পরোপকারী কাজে রাখো- মানুষের পরিচয়, ছেড়ে দিয়ে বস্তু কেড়ে নিও- অমূল্যধন হৃদয়। যাদের মাঝে নাই মনুষত্ব- নাই ন্যায়-অন্যায় বোধ, তাদের কলুষিত ওই বুকে- অহংকার আর ক্রোধ। যারা ক্ষুদ্র স্বার্থ কেন্দ্র করে- কেড়ে নেয় তাজা প্রাণ, ওরা সমাজের বড় শত্রু- মানব রুপি শয়তান। বিকৃত মস্তিষ্কের মানুষ- শিক্ষিত হয়েও মূর্খ, কথায় কথায় করে ওরা- বিশৃংখলা আর তর্ক আদালতে গিয়ে বলে কথা- যারা সন্ত্রাসীর পক্ষে, কোন মানবতা, মায়া, দয়া- নাই তাদের নোংর...