দেউলিয়া
দেউলিয়া
খাদিজা বেগম
বেগুনি ভরা মিষ্টি কুমড়ায়- সংসদ বড় ডাকাতে,
দূর্নীতি বাজ গড়ছে আইন- নীতিবানদের ঠেকাতে।।
খাদ্যের বাজার ভরা বিষ- ফলমূল ভড়া ভেজালে,
ওদের মুখভরা নীতিকথা -দুর্নীতি করে আড়ালে।
গণতন্ত্র ভরা ষড়যন্ত্র -দল ভড়া চাঁদাবাজে,
রাজনীতি ভড়া দুর্নীতিবাজ- সন্ত্রাসী ভরা সমাজে।
থানা ভড়া ঘুষখোর, সন্ত্রাস- আদালত ভড়া মিথ্যে,
জেল ভরা নীতিবান লোক- খুনিরা মুক্ত নেপথ্যে।
চোরে-চোরে মাসতুতো ভাই- ওরা ষড়যন্ত্র করে রাতে,
আইনের লোকে হয়ে ওরা- থাকে সন্ত্রাসীদের সাথে।।
প্রতিটা চেকপোষ্টে চাঁদাবাজি- আদালতে ভরা ব্যবসা,
উকিলে দরদাম করছে হচ্ছে- আসামীরা কেনাবেচা।
সেবা খাতে, শিক্ষাখাতে সব- ভরেছে চোর, ডাকাতে,
কোথাও নাই কোন প্রতিবাদী -ভীত সব এলাকাতে।।
পুকুর ভরা ধুলামাটিতে -রাস্তা ভড়া নোংরা জলে,
মেগা প্রকল্প ভরা দুর্নীতি -দেশপ্রেমিক ভড়া জেলে।
বিদ্যালয় ভড়া মন্দ কর্মে- শিক্ষা ভরা অনুচিত,
তাই মন্দ জন মন্ত্রী এখন -কাঁদে মানবতার ভিত।
দেশের দায়িত্বে এলো যারা- তারা সবাই ছিল ভুল,
তাদের কাছে দূর্নীতিটাই- ছিল উন্নয়নের মূল।
কর্মকাণ্ড বেয়াইনি ওদের- আইন শুধু পোশাকে,
কুকুরের মত প্রাণী ওরা- চরণ চাটা হয়ে থাকে।
গরিব-দুঃখী আজও গরিব- পথের মানুষ পথে,
তাদের সবার বাড়ি, গাড়ি- হয়েছে আমেরিকাতে।।
দলের জন্য করছে রাজনীতি -ওরা এই দেশে ভুলিয়া,
তাই বুঝি আমাদের এই দেশ- একদিন হবে দেউলিয়া।
এখনই সময় প্রতিবাদের- কথা বল প্রতিবাদী,
তোমাদের নীরবতা নিচ্ছে- জন্ম অরও অপরাধী।
আমাদের এই দেশে নিয়ে আর- কাউকে দেব না খেলাতে,
আগুন লাগাবো দুর্নীতির- আখড়া দুদক মেলাতে।
যায় যদি যাবে প্রাণ তবুও- হবে দেশ বাঁচাতে,
বন্দী থাকতে দেবো না এই দেশ- দুর্নীতির ঐ খাঁচাতে।
Comments
Post a Comment