লজ্জা আর ভয়
লজ্জা আর ভয়
খাদিজা বেগম
লজ্জা আর ভয় মানুষের- মাঝে সদা থাকতে হয়,
মানুষের মত মানুষ যে - পাপ কর্ম করে ভয়।
লজ্জা আর ভয় নিয়ে আছে- ছোট বড় কিছু সংজ্ঞা,
এসব জ্ঞান নেই তো ওদের- যারা পণ্য ভরা ঠোঙা।
টাকার কাছে বিক্রি হয়েছে-বেছে নিয়েছে দাসত্ব,
অর্থের নেশায় অন্ধ হয়ে-হারায় নিজ গুরুত্ব।
লেখাপড়া শিখে তুমি হবে-বিশ্বসেরা জ্ঞানীগুণী,
তা না হয়ে কেন হলে তুমি- জগন্য ভাড়াটে খুনি।
লজ্জা করো ও মানুষ অন্য- মানুষের ক্ষতি করতে,
লজ্জা করো না যে নিপীড়িত- মানুষের জন্য মরতে।
ভয় কর অন্যায়, অলিক আর বিশৃঙ্খলা করতে,
ভয় করো না তুমি অন্যায় হতে- খুব দ্রুত পিছু সরতে।
পরোপকারী কাজে রাখো- মানুষের পরিচয়,
ছেড়ে দিয়ে বস্তু কেড়ে নিও- অমূল্যধন হৃদয়।
যাদের মাঝে নাই মনুষত্ব- নাই ন্যায়-অন্যায় বোধ,
তাদের কলুষিত ওই বুকে- অহংকার আর ক্রোধ।
যারা ক্ষুদ্র স্বার্থ কেন্দ্র করে- কেড়ে নেয় তাজা প্রাণ,
ওরা সমাজের বড় শত্রু- মানব রুপি শয়তান।
বিকৃত মস্তিষ্কের মানুষ- শিক্ষিত হয়েও মূর্খ,
কথায় কথায় করে ওরা- বিশৃংখলা আর তর্ক
আদালতে গিয়ে বলে কথা- যারা সন্ত্রাসীর পক্ষে,
কোন মানবতা, মায়া, দয়া- নাই তাদের নোংরা বক্ষে।
ওরা কলম দিয়ে রক্তের- বদলে ঝরায় অশ্রু,
এই সমাজের বড় সন্ত্রাস- যে মৃত্যুর ভয়ে ভীরু।
সব প্রাণীর মৃত্যু নিশ্চিত- আজ না হলেও কাল,
কেন বাঁচার জন্য সন্ত্রাস- মেনে নেব চিরকাল।
সুসমাজ গড়তে হলে সততার- পক্ষে বলতে হবে কথা,
জন্ম দিবে অনেক সন্ত্রাস- আমাদের নীরবতা।
পাপকে ঘৃণা করো পাপীকে দাও- একটা সুযোগ শোধরাতে,
অপরাধীকে শাস্তি দাও সাধু - পুণ্য সততার সাথে।
যে মানুষের সেবায় জন্য এই পৃথিবী সদা তৈরি,
সেই মানুষ হয়ে মানুষের প্রতি কেন এত বৈরী?
সৃষ্টিকর্তাকে পেতে হলে ভাই- ভালবাস তার সৃষ্টি,
এখনো সময় আছে পাপী- পরিবর্তন করো দৃষ্টি ।
মানুষ হয়ে মানুষেরে ভাই- করোনা আর আঘাত,
বিশৃঙ্খলা সৃষ্টি করো না ভাই- করণা কেউ রক্তপাত।
ভালোবাসা দিয়ে গড়ে যাব- এই পৃথিবীতে জান্নাত,
মানব সেবায় নিয়োজিত রাখবো নিজেকে দিনরাত।
Comments
Post a Comment