ও রাজা

ও রাজা

খাদিজা বেগম

১৮/১১/২০১৯


ও রাজা, তৈল মেখেছো কতো তোমার বাঁশির নাকে? 

আর কতো যে ঘুমাবে তুমি সুরে সুরে নাক ডেকে?


ও রাজা, দামি খাবার চাইনি তোমার নিকটে খেতে, 

প্রজারা কাঁদে তোমার কাছে  কয়েকটা পেঁয়াজ পেতে।


ও রাজা, চোখ সরিয়ে দেখো দূর্নীতির চশমা থেকে,

এভাবে ভান করিবে কত দেখেও  রবে না দেখে?


ও রাজা, প্রজা মরে তোমার অনাহারী কাঁদিতে কাঁদিতে,

জবাব তোমায় দিতেই হবে পেঁয়াজ কেনো নদীতে?


সয় না রাজা, ক্ষুধার সাজা নুন মরিচ দাও খেতে,

পেঁয়াজ মরিচ নুন ভাতে থাকবো আমরা সুখে মেতে।


ও রাজা, তুমি কেমন রাজা ক্ষুধার্তদের দাও কষ্ট ?

খাবার পচিয়ে জলে ফেলে পানি করো কেনো নষ্ট?


ও রাজা, তুমি কেমন রাজা সুখে রাখো অপরাধী,

সাধু গণ কাটায় জীবন বীনা অপরাধেে কাঁদি।


যতো খুশি ততো মারো পিঠে মেরো না লাথি এই পেটে,

ক্ষুধার জ্বালায় জ্বলে পুড়ে এই কলিজা ফেটে।


এউন্নয়ন চাই না কোন আর চাই জবাব দিহিতা চাই,

অন্ন ,বস্ত্র, শিক্ষা, চিকিৎসা চাই, মানুষ হয়ে বাঁচতে চাই।


কেরে নিওনা  বেঁচে থাকার নিম্নতম অধিকার,

দূর করে দাও জীবন থেকে দুঃখ, কষ্ট হাহাকার।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান