ওহে পত্রিকাওয়ালা

 ওহে পত্রিকা ওয়ালা

খাদিজা বেগম 


ও হে পত্রিকা ওয়াল, একটু দাড়াও না ভাই,

 তোমাকে আমার কিছু কথা শুনাতে চাই।


সে যেন তার পত্রিকায় না ছাপে আর,

নিঃস্ব হয়ে যাওয়া ছবি কোন ধর্ষিতার।


সে যেন ছেপে দেয় ধর্ষণকারী ছবি,

তার কাছে আমার শুধু এই টুকুই দাবি।


যাতে সমাজের লোকে চেনে ধর্ষণকারী,

তাকে দেখে আমরাও সাবধান হতে পারি।


ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও না ভাই,

তোমাকে আরো কিছু কথা শোনাতে চাই।


সে যেন তার পত্রিকায় না ছাপে আর,

প্রিয়জন হারাবার কষ্ট হাহাকার।


সে যেন ছেপে দেয় খুনি দের নোংরা ছবি,

সাথে যেন থাকে তার মালিকের ছবি ।


যা দেখে চিনে রাখে আমাদের এই সমাজ,

কে নীতিবান আর কে বা খুনি সন্ত্রাস।


ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও না ভাই,

তোমাকে আরো কিছু কথা শোনাতে চাই।


সে যেন তার পত্রিকায় না ছাপে আর,

গাড়িতে চাপা পড়া অসহায় লাশটার।


সে যেন চেপে দেয় ঐ ঘাতকের ছবি,

সাথে যেন থাকে তার হেলপারের ছবি।


যাতে কোন অপরাধী পালিয়ে না থাকে,

সমাজের লোকে যেন ধরে ফেলে তাকে।


ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও না ভাই,

তোমাকে আরো কিছু কথা শুনাতে চাই।


সে যেন তার পত্রিকায় না ছাপে আর,

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও চোরাকারবার।


সে যেন ছাপে রাঘব বোয়ালের ছবি,

তার কাছে আমার শুধু এইটুকু দাবি।


যাতে আমরা চিনতে পারি দেশদ্রোহী চোর,

আঁধার তাড়িয়ে আনতে পারি নয়া ভোর।


ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও ভাই,

তোমাকে আরো কিছু কথা শুনাতে চাই।


সে যেন তার পত্রিকায় না ছাপে আর,

অপরাধী পুলিশের প্রশংসা বারবার।


সে যেন ছাপে ভাই প্রতিটা থানার তথ্য,

কোন থানায় আছে কত অপরাধী মুক্ত।


যারা পুলিশের সাথে বসে খায় পান,

নেতাদের হুকুমে কেড়ে নেয় তাজা প্রাণ।


ওহে পত্রিকাওয়ালা একটু দাড়াও ভাই,

তোমাকে আরো কিছু কথা শোনাতে চাই।


সে যেন তার পত্রিকায় না দেখায় আর

মিথ্যে উন্নয়নের ধ্বংসযজ্ঞ জোয়ার।


সে যে দেখায় উন্নয়নের নামে ধ্বংস,

দিবা নিশিতে বৃদ্ধি পাচ্ছে ঋণের বংশ।


যাতে উৎপাদনশীল কর্ম পারি বাড়াতে

যাতে স্বপ্নের এই দেশটা না-হয় হারাতে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান