প্রতিবাদ

 প্রতিবাদ

খাদিজা বেগম

১২/১১/২০১৯


অন্যায় করে অন্যায়কারী

মানুষ করে তার প্রতিবাদ,

তবে কেনো নিরবে সই

মানবতার প্রতি আঘাত।


তবে আমরা কি মানুষ নই?

দানব শয়তান মানব রুপি 

লোক দেখানো গির্জা,মন্দির

প্যাগোডা আর হিজাব, টুপি।


হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান

ধর্ম নিয়ে হানাহানি,

মানবতা পায়ে ঠেলে

ধর্ম ধরে টানাটানি।


ধর্মের চেয়ে মানুষ বড়

মানবতা রক্ষা করো,

সব মানুষের সমান দাবি

স্বজন প্রীতি বন্ধ করো।


ফিরিয়ে দাও ঠিক অধিকার

কারো হক কেউ করোনা নষ্ট ,

তবেই হবে জগৎ জান্নাত

কেউ পাবে না কোন কষ্ট।


সত্য প্রকাশ হবেই হবে

আজকে না হয় কালকে হবে,

দেখছে শোনছে অন্তর্যামী

গোপন কর্ম মিথ্যে ভবে।


সব মানুষের একজন মালিক

আমরা সবাই তার দাস-দাসী,

লোভ-লালসা হিংসা ভুলে

একে অন্যে ভালোবাসি।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান