মাহে রমজান
মাহে রমজান
খাদিজা বেগম
মাহে রমজান, মাহে রমজান
এই এসেছে মাহে রমজান,
পাপীতাপী আছে যত
পাবে তারা পাপ থেকে ত্রাণ।
মাহে রমজান, মাহে রমজান
এখন চলছে মাহে রমজান,
রাখবো রোজা, পড়বো নামাজ
করবো এতিম, দুঃখীদের দান।
বার মাসের সেরা এই মাস
পবিত্র এই মাহে রমজান,
ক্ষমা পেতে দিনে রাতে
সেজদায় পেতে রাখি গর্দান।
মাহে রমজান মাহে রমজান
নিয়ে এলো জীবন বিধান,
আল্লাহতালার মহা গ্রন্থ
পবিত্র এই আল-কুরআন।
এখন সময় দয়া পাবার
করবো দয়ার অনুসন্ধান,
জন্ম থেকে মৃত্যু তাড়ায়
ধরার জন্য অপেক্ষমান।
রোজা রেখে ইতিকাফে
করবো নিজে নিজ আত্মদান,
দুনিয়াদারি পিছে রেখে
এগিয়ে নেব ইহসান।
চলবো মেনে হাদিস কুরআন
আল্লাহতালার সকল বিধান,
লালন করবো পবিত্রতা
ধারন করবো পূর্ণ ঈমান।
কারণে আর অকারণে
দেবোনা কেউ কাউকে দুর্নাম,
ন্যায়ের পক্ষে থাকবো অটল
রাখবো শক্ত নিজের স্থান।
নাজাত দিতে আসলো রমজান
বরকত নিয়ে প্রবাহমান,
ঘরে ঘরে সেহরি ও
ইফতারের সুখ রাখবো অম্লান।
রমজান থেকে শিখে রাখবো
পাপি নাদান সব মুসলমান,
করবো না কেউ দুর্ব্যবহার
একে অন্যে করবো সম্মান।
বলাবো না কেউ অশ্লীল কথা
পুষবো না আর ক্রোধ, অভিমান,
শালীনতার সাথে থেকে
রক্ষা করবো নিজের ঈমান।
মসজিদের ঐ মিনার হতে
ডাকবে যখন পড়তে নামাজ,
ছুটবো তখন তাড়াতাড়ি
ফেলে রেখে দুনিয়ার কাজ।
রোজা হলো যুদ্ধ করা
সব লোভ-লালসার বিরুদ্ধে,
হিংসা, নিন্দা সব কাটিয়ে
যেতে হবে পাপের উর্দ্ধে।
শক্ত করে রপ্ত করবো
সম্মান দিয়ে কথা বলার,
অনুতপ্ত মন-মস্তিষ্কে
গড়বো জীবন সুশৃঙ্খলার।
এক মাস ধরে শিখাবো যাহা
এগারো মাস তার ব্যবহার,
করবো সবাই, নইলে কেহ
ফল পাবোনা রোজা রাখার।
বছর শেষে আবার এলো
পবিত্র এই মাহে রমজান,
হিংসা, নিন্দা জেরে করবো
ভালবাসা আদান-প্রদান।
এই রমজানে বন্দী শয়তান,
তবু যদি হয় তোমার পাপ,
তবে তুমি অভিশপ্ত
পেয়েছো ধ্বংস অভিশাপ।
ঈদের খুশি আনবে বয়ে
পবিত্র মাহে রমজান,
রোজার খুশি হবে দ্বিগুণ
দেখব যখন ঐ ঈদের চাঁদ।।
পাবে কিনা আর এই রমজান
পালন করো তাই মুসলমান,
আল্লাহর হুকুম তামিল করো
মজবুত করো নিজের ঈমান।।
Comments
Post a Comment