চাঁদের হাসি

 চাঁদের হাসি

খাদিজা বেগম

১১/১১/২০১৯


নিশি জেগে দেখি আমি

নীল আকাশে চাঁদের হাসি,

জ্যোৎস্নায় ভিজে ভিজে ভাবি

তুমি আমি পাশাপাশি ।


আর কতো রাত জেগে রবো ?

আমি তোমায় ভেবে ভেবে,

আর কতো দিন খুঁজলে তোমায়

তুমি আমায় দেখা দেবে।


দিন কাটে না রাত কাটে না

কাটে না যে সকাল-বিকাল,

বৃষ্টির ছন্দে মন আনন্দে

নৃত্য করতে হলো মাতাল।


গুন গুনিয়ে গান শুনিয়ে

অলি ছুটৈ ফুলে ফুলে,

কল কলিয়ে ছুটৈ যায় ঢেউ

নদীর গভীর থেকে কুলে।


তেমনি এমন ছুটে চলে

তোমার পানে অবিরত,

তোমায় ছাড়া পুড়ে পুড়ে

হৃদ মাঝারে হাজার ক্ষত।।


বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া

যেনো কেমন কেমন লাগে,

এমন ক্ষণে মনে মনে

তোমায় পাবার ইচ্ছে জাগে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান