কবর বাসী

 কবর বাসী

খাদিজা বেগম

২৮/১১/২০১৯


রাজার হুকুম মান্য করে

পেঁয়াজ ছাড়া তরকারি খাই,

আমার কি ভাই কবর বাসী

প্রতিবাদী কণ্ঠ যে নাই।


একদিন আসবে এমন হুকুম

চাউল ছাড়া খাবে যে ভাত,

কণ্ঠে কণ্ঠে আগুন জ্বালাও

করবো মোরা আজ প্রতিবাদ।


 বাংলা মায়ের সন্তান আমরা

ওদের কেন ভাই করছি ভয়?

আমার যোদ্ধা আমার স্বাধীন

আমার কারো গোলাম তো নয়।


ওরা মোদের বেতন ভুক্ত

তবু কেন চালায় হুকুম?

ন্যায্য দাবি চাইতে গেলে

চালায় গুলি করে যে গুম।


মোদের টাকায় গাড়ি বাড়ি

আসবাবপত্র বহু দামি,

তবু খায় যে লুটেপুটে

বললে কথা হই আসামি।


ওদের পেশা রক্ত চোষা

খায় যে চুষে প্রজার রক্ত,

মুখে মুখে মানব সেবা

মনে মনে অর্থ ভক্ত।


মানবতার ডাক এসেছে

আয় ছুটে আয় দলে দলে,

অত্যাচারী ধ্বংস করি

সত্য সঠিক পথে চলে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান