Posts

Showing posts from March, 2022

রণাঙ্গনের মুসকান

 রণাঙ্গনের মুসকান খাদিজা বেগম  তোমারা মাঝে গোপন ছিল হাজার কবিতা আর গান, তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি রণাঙ্গনের মুসকান। তোমার মাঝে গোপন ছিল আ্যামাজনের দাবানল, তোমার অগ্নি তাপে পুড়ে গেল পশু হায়নার দল। তোমার কন্ঠে গোপন ছিল পবিত্র সত্য ন্যায়ের সুর অন্যায়ের প্রতি তোমার হুংকার দূর থেকে বহুদূর। তোমার ডাকে উঠলো জেগে ঘুমান্ত সব মুসলমান, তোমার শক্তি তোমার সাহস সবার মাঝে থাকুক অম্লান। আল্লাহু আকবার এই ধ্বনি বাতাসে ছড়ালো বিশ্বে, তুমি মানব জাতির গৌরব প্রতিবাদে সবার শীর্ষে।  বিড়ালের মত চুপ করে শুনব না কুকুরের ঘেউ ঘেউ অন্যায় মেনে নিয়ে খাঁচায় পাখি হয়ে বেঁচে রবনা কেউ। সত্য ন্যায় প্রতিষ্ঠায় অর্থ দেব, রক্ত দেব, দেব জীবন, তব দেবনা সততার বলিদান আসে যদি আসুক মরণ। না ঝড়িয়ে কোন রক্ত দেখালে কি বিরত্ত্ব, এই পৃথিবী আজকে থেকে তোমার ভক্ত। অগ্নি কন্ঠে পুড়ে গেছে পাপিটাপি অসভ্য সব, না না খুলবোনা এই হিজাব যা পড়তে বলছে আমার রব।

চলছে তো চলছেই

 চলছে তো চলছেই খাদিজা বেগম চলছে তো চলছেই সব অন্যায়-অনিয়ম, চাঁদাবাজি-টেন্ডারবাজি হরদম, থেমে গেছে স্বচ্ছতা, ভেঙে গেছে একতা,  মানবতা নেই যেন একদম। চলছে তো চলছেই বেড়ে সংসদ সদস্যদের পদ,  তার সাথে ষড়যন্ত্র, থেমে গেছে প্রতিবাদ, মিছিল-মিটিং  রাজনীতি আর গণতন্ত্র। চলছে তো চলছেই হরদমে সংসদ সদস্যদের  থোক বরাদ্দ আর ভাতা, থেমে গেছে হতদরিদ্রের তিনবেলা ভাত  আর অধিকারের কথা। চলছে তো চলছেই নিরপক্ষ আর আদর্শবানদের  অপমান-অপদস্থ, নিজ দলীয় নেতা-কর্মী দুর্নীতিবাজদের  সরকারি চাকরিতে উচ্চপদস্থ। চলছে তো চলছেই বালিশ, পর্দা, চামুচ,  বাঘর গণনায় কোটি দুর্নীতি, অফিসে আর আদালতে ঘুষ বিনিময়,  আমলা, মন্ত্রীদের স্বজনপ্রীতি। চলছে তো চলছেই বিদ্যুৎ গতিতে বেড়ে চলছে  দিনে দিনে ধনীদের ধন, দেখেও যেন দেখে না কেউ শিশুদের খাদ্য,  বস্ত্র, বাসস্থানের প্রয়োজন। চলছে তো চলছেই এই দেশ পরিচালনায়  আজে বাজে নোংরা লোভী লোক, যারা মানে নিয়ম-নীতি তাদের ভয়-ভীতি   দুর্নীতিবাজ দুদক। চলছে তো চলছেই সত্যবাদীদের বিরুদ্ধে  একের পরে এক মিথ্যা মামলা, দ্বিমত পোষণ কার...

তোমায় নিয়ে

 তোমায় নিয়ে খাদিজা বেগম তোমায় নিয়ে কাটবো সাঁতার তাই কেটেছি পুকুর, ইচ্ছে হলে ভাসবো দুজন দিন কিংবা রাতদুপুর। তপ্ত হৃদয় তৃপ্তি পেতে ডুববো ঝুপুর ঝুপুর, মনে মনে বাজবে তখন ভালবাসার নুপুর। সেই পুকুরে চর জেগেছে তুমি আজ কতো দূর, মধুর মধুর স্বপ্ন গুলো আজ বেদনা বিদুর। তোমার নিয়ে থাকবো বলে তাই বেঁধেছি বাসা, তোমায় পেলে পূর্ণ হবে আমার সকল আশা। সেই আশা আজ অশ্রু হয়ে  ঝরে টাপুর টুপুর। তোমার বিরহে কাতর আমি তুমি কোন সখিপুর?

ক্রোধ

 ক্রোধ খাদিজা বেগম  ক্রোধের কারণে ধ্বংস হয় সম্পদ ও সম্মান, পারিবারিক ও সামাজিক সম্পর্কেও হয় দুর্নাম। প্রতিটা মুহূর্তে নেমে আসে ক্রোধের কারনে কষ্ট, ক্রোধ পুষে রাখার কারণে সুখ, শান্তি হয় নষ্ট। যে ব্যক্তি তার সৃষ্টিকর্তার ক্ষমা পেতে আশা করে, সে যেন গো হয় ক্ষমাশীল মানুষেরে ক্ষমা করে। যে জন নিজের হিংসা ক্রোধ করতে চায়না সংবরণ, তার জন্য উভয়ই সমান জীবন কিংবা মরন। যত করবে রাগ নিয়ন্ত্রণ ততোই হবে তুমি প্রিয়, আধ্যাত্মিক এবং জাগতিকে শ্রেষ্ঠ হবে জেনে নিও। ক্রোধ বর্জনে যা প্রতিদান নাই কিছু তার সমান, ধৈর্য, সহনশীলতা মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ দান। ভুল করে ভুল করেছে যে, সে ষড়যন্ত্র করেনাই, ক্ষমা করে কাছে ডাকো তারে ঐ হৃদয় দাও তুমি ঠাঁই। ক্ষমা করো বন্ধু ক্ষমা করো সে যে বড় অনুতপ্ত, বিরাট গুন সহনশীলতা চাইলেই হবে তাহা রপ্ত। ভুলত্রুটি মিশে থাকে দেহে পারেনা কেউ ছেড়ে যেতে, ক্ষমা করো বন্ধু ক্ষমা করো হাত পেতেছি ক্ষমা পেতে। সৃষ্টিকর্তার আদেশ হল বর্জন করো কুক্রোধ, নইলে তোমার হারিয়ে যাবে পূর্ণ কৃতজ্ঞতাবোধ। ক্ষমা ছাড়া শূন্য হবে ক্রোধ পুষে রাখার জন্য ভাই, ক্রোধের আগুনে পুড়ে পুড়ে মানবিকতা হবে ছ...

রাজনীতিবিদ

  রাজনীতিবিদ খাদিজা বেগম আমরা সবাই এক এক জনা অনেক বড় রাজনীতিবিদ, আজ আমাদের স্মরণে নাই  নয় মাসের সেই স্বর্ণ অতীত। কি হবে আই রাজনীতিতে যদি না থাকে গণতন্ত্র? রাজনীতির রুপ ধরে রাজা যদি করে ষড়যন্ত্র! কি হবে এই রাষ্ট্র দিয়ে নাগরিকগণ যদি পালায়? কি হবে এই সংসদ দিয়ে যদি দলের কথায় চালায়? কি হবে এই আইন দিয়ে যদি দলের স্বার্থে হয় পাস? কি হবে এই নির্বাচনে  যদি কেন্দ্রে থাকে সন্ত্রাস? কি হবে এই আদালতে যদি নাইবা থাকে বিচার? কি হবে এই বিদ্যালয়ে যদি নাইবা থাকে টিচার? কি হবে ঐ মসজিদ, মন্দির, গির্জায় গিয়ে সেজদা করে? যদি তোমার ব্যবহারে কারো চোখে অশ্রু ঝরে? আমরা সবাই দলের পিছে ছুটতে গিয়ে আজ পথ ভ্রষ্ট, তাই তো দেখি দুর্নীতি আর ষড়যন্ত্রে ভুগছে রাষ্ট্র। মিথ্যাবাদীর ছড়াছড়ি পাই না খুঁজে আদর্শবান, দেখেও যেন দেখে না চোখ শুনেও যেন শোনে না কান। বিবেক-বুদ্ধি সব বেচেছি নোংরা অর্থ বিত্তের কাছে, তাই ভরেছে এই সমাজটা আজ সন্ত্রাসে আর সন্ত্রাসে। দলীয় লোক সবাই ভালো তাদের আছে নিরাপত্তা, নির্দলীয় সত্যবাদী একে একে হবে হত্যা। আজ থেকে ভাই আমরা সবাই সবার আগে মানুষ হবো, তার পরেতে রাজনীতিবিদ স্বতন্ত্...

হে কবি

 হে কবি খাদিজা বেগম হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা জাগাবে বিভ্রান্তকারী বোকা জাতিকে। যে কবিতায় জাগিয়ে তুলবে মানুষের, বিবেক-বুদ্ধি আর ঘুমন্ত অনুভূতিকে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা তাড়াবে দেশের ঘুষখোর দুর্নীতিকে। যে কবিতার প্রতিটা চরণে চরণে, শক্তি যোগাবে অসুস্থ দুর্বল ব্যক্তি কে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা সূর্যের মত আলো ছড়াবে চারদিকে। যে কবিতায় উজ্জীবিত করবে আবার, দুমড়েমুচড়ে ভেঙেপড়া বিচার-বুদ্ধিকে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও যা জাতিকে এগিয়ে নিয়ে যাবে সম্মুখে। যে কবিতায় উদ্বুদ্ধ হবে দেশ প্রেম, দেশটাকে ভালোবেসে ধারণ করবে বুকে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা সৃষ্টি করবে মানব মনে মানবতা। যে কবিতায় থাকবে অধিকার বঞ্চিত, গরিব, দুঃখী, এতিম, অনাথদের কথা। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা শুনবে পতিতালয় গড়ানো সমাজ। যে কবিতার কবরে দাফন করিব নারী শিশুদের দুশমন জীবিত লাশ। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যাতে মুক্তি পাবে অর্থ, ক্ষমতার দাস। যে কবিতায় উঠবে জোয়ার ভাসবে তরী, ফুটবে হাসি গরিব-দুঃখীর মুখে একরাশ। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা এই দেশ...

হৃদয় দুয়ার খোলা

 হৃদয় দুয়ার খোলা খাদিজা বেগম  তুমি আমায় ভুলে গেলেও  আজও হয়নি তোমায় ভোলা, তুমি আসবে বলে তাই রেখেছি  আজও হৃদয় দুয়ার খোলা।। একটি দিনও দেয়নি দুয়ার  রাগে কিংবা অভিমানে, তোমার আশায় জেগে থাকি  আমার সৃষ্টিকর্তা জানে। তোমার প্রতি আসেনা ক্রোধ  আসেনা মনে অভিযোগ, মনে মনে মন খোঁজে তাই  একটু ভালোবাসার সুযোগ। তোমার স্মৃতি ফাগুন হয়ে  আমাকে দেয় আজও দোলা, শ্বাস নিঃশ্বাসে আছো মিশে  তাই যাবে না তোমায় ভালো।। তোমার দেয়া এই বিরহ  পড়ায় যদি সারা দেহ, তবু তোমার চেয়ে আমার  হবে না আর আপন কেহ। আজ আছি তো কাল রবো না তবু বেঁচে থাকবে আশা, যাক দূরে যাক রাগ অভিমান  বুক ভরে থাক ভালোবাসা। আমার চোখে চিরদিনি  তুমি একজন আলাভোলা, তোমার হৃদয় আমার জন্য  তাই গড়েছি প্রেমের গোলা।। দূরে থাকো কাছে থাকো  থাকবে আমার এই অন্তরে, বেরবে না আর কোন তরী  তুমি ছাড়া এই বন্দরে। তুমি ছাড়া আর কারো মাল  এই বন্দরে হয়না খালাস, আসো বা না আসো তুমি  রোজ করিবো তোমায় তালাশ। ভালোবাসার রং তুলিতে  এই হৃদয় নকশা তোলা, শুধু তোমার মায়াবী ম...

যেই দিন শুনেছি

খাদিজা বেগম যেই দিন শুনেছি যেই দিন শুনেছি তুমি আর নেই আমার তুমি তো হয়ে গেছো অন্য কারো এখন, জীবনের মাঝ পথে একা ফেলে গেছ এই আমাকে নেই আর তোমার প্রয়োজন।। সেই দিন থেকেই একটা মন্ত্রণার পাহাড়  আমার উপরে নিরবে চড়ে বসেছে, সেই ব্যথার চাপে পাঁজরের হাড় ভাঙা কষ্টের অশ্রুতে আমার বুক ভেসেছে। অদেখা আগনে পুড়ে যাই না দেখা কষ্টে  হারাবার কষ্টে হৃদয়ে হয়েছে ক্ষত, আমার সকল আশা ভালবাসা সুখ উড়ে গেছে সব ঝড়ো হাওয়ার মতো। তোমারি আঘাতে আমার হৃদয় ভেঙ্গে  হয়ে গেছে হাজার টুকরো টুকরো পাথর,  সতেজ সুন্দর দেহটা আমার এখন  মৃত্যু সমান তীব্র যন্ত্রণাতে কাতর।

প্লাটিক

প্লাস্টিক                     খাদিজা বেগম রঙে রঙে ভরা প্লাস্টিক, মনোহর দৃষ্টি কারা, আজ আমাদের চলেনা এই প্লাস্টিক পাত্র ছাড়া। ওজনে হালকা দেখতে সুন্দর দামেও যে বড় সস্তা, তাই প্রয়োজনে অপ্রয়োজনে কিনি আমরা বস্তা বস্তা। প্লাস্টিক পণ্য করছে কত না উপকার  ভাবিনী কখনো তার ধ্বংসত্ব অপকার।। এ প্লাস্টিকের পাত্রে যারা খাবে খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হবে সবার।  পান করিও না কেউ প্লাস্টিক এর পাত্রে সস,জুস,ওষুধ,কোনো পানি কোনো শর্তে।। পানির বোতল,টিফিন বক্স,গ্লাস,মগ,কাপ আজি ঘর থেকে প্লাস্টিক তৈজসপত্র সাফ।। প্লাস্টিক এর পরিবর্তে পিতল,,এ্যলুমিনিয়াম কাসা,স্টিল,কাচ,মাটির ঐতিহ্যবাহী সুনাম।। প্লাস্টিক এর তৈজসপত্র আর কোনোদিন নয় আসবাবপত্রের প্লাস্টিকও অনেক ভয়াবহ হয়।। আমরা যদি ছুড়ে ফেলি যেকোনো প্লাস্টিক সে আমাদেরকেও ছুড়ে ফেলে মৃত্যুর দিক।। টেবিল, চেয়ার,আলমারি, অয়াড্র,বালতি শেষ করা যাবেনা বলে প্লাস্টিক এর ক্ষতি।।  কমপক্ষে ৪০০-৭০০ বছর লাগে সময় প্লাস্টিক পন্য মাটিতে পচে পচে মিশে রয়।। তবিও নষ্ট করে প্লাস্টিক মাটির উর্বর শক্তি  পোড়ালেও নে...

মুনাফিক

 মুনাফিক খাদিজা বেগম কথা বললে সত্য বলো, না হয় থাক তুমি চুপ, মিথ্যা বলে দেখাইওনা আর মুনাফিকের রুপ! ওয়াদা করলে পূর্ণ কর, ভেঙ্গোনা তাহা কেহ, জাহান্নামে জ্বলবে ওয়াদা ভঙ্গ কারীর দেহ। আমানাতের রক্ষা করো, করোনা খিয়ানত, খিয়ানত কারীর উপরে আল্লাহ্ লানত। হেফাজতে রাখো তুমি তোমার লজ্জাস্থান, তবে তুমি হয়ে উঠবে পবিত্র তাকওয়া বান। দৃষ্টি যংযত রাখো, দেখনা নিয়মের বাইরে, মহান আল্লাহ্ ছাড়া বাঁচানোর আর কেউ নাইরে। হাত, পা দিয়ে করনা আর কোন অপরাধ, আল্লাহ্ হুকুম মেনে চলো, করো ইবাদাত।

🐕 কুকুর আর বিড়াল

 বিড়াল আর ইঁদুর খাদিজা বেগম  ইদুরছানা বিড়ালছানা দুটোই আমার ঘরে, বিড়ালছানা দেখলে ইঁদুর গর্তে ঢুকে পড়ে। বিড়ালছানা অনেক চালাক থাকে একটু সরে, ইঁদুর ছানা বাহির হলেই গপাস করে ধরে। বাঁচার জন্য বুদ্ধি লাগে নাই ইঁদুরের তাহা, বুদ্ধি বাগর প্রাণ চলে যায় আহা বোকা আহা। জ্ঞানার্জনে থাকতে হবে তাই আত্ম স্পৃহা, ভাঙতে হবে ভিতর থেকে অলসতার যাহা। অন্ধকারের জীবন যাদের আলোতে হয় মরণ, আলোকিত মানুষ হলে আঁধার ছোঁয়া বারণ। আধার মানে মিথ্যে কথা অপরাধের কারণ, লোভ-লালসা মন থেকে সব করো অপসরণ।

🐈 বিড়াল ছানা

 বিড়াল ছানা খাদিজা বেগম  ছোট্ট একটি বিড়াল ছানা তিড়িংবিড়িং নাচে, তাড়িয়ে দেই তবুও সে থাকে আমার কাছে। গায়ের রংটা সাদা কালো ডোরাকাটা আছে, একটি দিনও খুঁজতে হয় না সদাই থাকে পাশে। আমি যখন ঘুমিয়ে যাই সেও ঘুমায় সাথে, আমি জাগলে সেও জাগে ঘুমাবে না রাতে। দূরে থেকে এসে দেখি দরজায় বসে থাকে, যতক্ষণে না নেই কোলে ততক্ষনই ডাকে। আদর করে কোলে নিলে সুখে নয়ন বোঝে, এই পৃথিবীর সকল সৃষ্টি একটু আদর খোঁজে।

মানব যৌবন

 মানব যৌবন খাদিজা বেগম  মানব যৌবন হলো এক তীক্ষ্ণ সংগ্রামী হাতিয়ার, ভেবেচিন্তে করতে হবে এই হাতিয়ারের ব্যবহার। অবহেলা অবজ্ঞায় কভু ফেলে রেখোনা যে তারে, তোমার সফলতার দ্বার খুলে দাও এই হাতিয়ারে। সময়ের সাথে চলো চালাও তোমার যৌবন শক্তি, নিজেকে নিজে দাও তুমি ওই পরাধীনতা থেকে মুক্তি। লাথি মারো ভাঙ্গো বাঁধা আস্থা রাখ নিজের উপরে, সামনে আগাও সত্য পথে দুঃখ যন্ত্রণা উপেক্ষা করে। মানব যৌবন হলো ধনুক সাজানো একটা তীর, এখনই নাও সিদ্ধান্ত তোমার লক্ষ্য করে স্থির। পরক করো নিজেকে তুমি বিড়াল নাকি রণবীর, নাকি অর্থ ক্ষমতার গোলাম যৌনতার কুমির। নাকি আলোর দিশারী আলোর পথে ডাক দিয়ে যাও, অন্ধকারের পথিককে তুমি আঁধার থেকে বাঁচাও। এখনই থামাও তুমি অসভ্য নোংরা মানুষগুলোকে, যাদের কারণে আজ নারী ও শিশু থাকে আতঙ্কে। মানব যৌবন হলো টগবগিয়ে উথলে ওঠা রক্ত, অনিয়মের বিরুদ্ধে নিজ অবস্থান রাখবে শক্ত। সর্বদা রাখবে নিজেকে নিজে সততার সাথে যুক্ত, পবিত্র হৃদয় তারঃ সে অশ্লীলতা থেকে উন্মুক্ত।

এগিয়ে যাও

খাদিজা বেগম এগিয়ে যাও সামনে আগাও না থেকনা কভু থেমে, সৎ সাহসী হয়ে আগাও না যেওনা নিচে নেমে।। বিবেক-বুদ্ধি যৌবন শক্তি  নিয়ে আগাও ক্রমে ক্রমে, নাই সততার মত সম্পদ থাকো ডুবে তারই প্রেমে।। যেখানেই যাও যেথায় থাকো যাও এগিয়ে দমে দমে, আকাশ হতে উঁচু তুমি দৃঢ় থেকো সত্য শ্রমে।। অন্যের ক্ষতি করতে গিয়ে  থেকনা আর অপকর্মে, সঠিক পথে ফিরে এসো  এটাই বলছে সকল ধর্মে।। সবার ওপর তোমার স্থান  না যেও না নিচে নেমে, নিজেকে বিক্রি করো না  পাগল হয়ে টাকার প্রেমে।। 

মনে মনে

খাদিজা বেগম মনে মনে মন চলে যায়  আল্লাহ তোমার ঐ মদিনায়, তুমি চাইলে যাব আমি  নিয়ে চলো না গো আমায়। মনে মনে তাওয়াফ করি  চুম্বন করি আসওয়াদের গায়, উড়ে উড়ে মন চলে যায় আমার দেহ পড়ে কাতরায়। যাব বলে প্রস্তুত থাকি শুধু তোমার আশায় আশায় আশা পূরাও আল্লায় আমার  কান্দি আমি তোমার সেজদায়। সরল-সঠিক পথ টি দেখাও পথ ভ্রষ্ট করো না আমায়, দাও সাড়া দাও আল্লাহ আমার আমি ডাকিতাছি তোমায়। সকাল-সন্ধ্যা মাথা ঠেকাই  তোমার কুদরতি দুটি পায়, তুমি ছাড়া অচল আমি অন্ধ, বোবা, আর নিরুপায়। চলি ফিরি কথা বলি  আল্লাহ্ সবি তোমার দয়ায়, তুমি চাইলে মরে যাব বেঁচে আছি তোমার চাওয়ায়।। 

ঘুমের ঘোরে

 ঘুমের ঘোরে খাদিজা বেগম  ঘুমের ঘোরে এসে তুমি প্রেমের ঝলক যাও দেখাইয়া, জেগে উঠে খুজি তোমায়  কোথায় থাকো গো লুকাইয়া? এক পলকে আমার বুকে দিয়েছো আগুন জ্বালাইয়া, দাও নিভিয়ে প্রেমের আগুন ছাই করোনা আর পোড়াইয়া। সামনে পিছে পাইনা তোমায় খুঁজি আমি পাগল হইয়া, তোমার প্রেমে জ্বলছে আগুন পুড়ছি আমি রইয়া রইয়া। ডানে খুঁজি বামে খুজি  খুঁজি অপলক তাকাইয়া, মরুর বুকে ঢেউ জেগেছে  আগে ছিলো যা শুকাইয়া। হাবুডুবু খাচ্ছি একা নাও তুলে নাও তোমার নায়ে, সারা জীবন করবো সেবা তোমার একটু প্রেমের দায়ে। আড়াল হতে হেসো না গো আমি তোমার নায়ের নাইয়া, যেমন বলবে বাইবো তেমন তোমার পানে চাইয়া চাইয়া। চাইলে ফেলবো বাসের লগি নইলে বাইবো বৈঠা দিয়া, তুমি চাইলে পাল উড়াবো রাখবো প্রেমেতে ভাসাইয়া। দাও দেখা দাও কাছে এসে থেকো না গো আর পালাইয়া, প্রেমের আগুন জ্বলছে বুকে আর মেরনা গো জ্বালাইয়া।