প্লাটিক
প্লাস্টিক
খাদিজা বেগম
রঙে রঙে ভরা প্লাস্টিক, মনোহর দৃষ্টি কারা,
আজ আমাদের চলেনা এই প্লাস্টিক পাত্র ছাড়া।
ওজনে হালকা দেখতে সুন্দর দামেও যে বড় সস্তা,
তাই প্রয়োজনে অপ্রয়োজনে কিনি আমরা বস্তা বস্তা।
প্লাস্টিক পণ্য করছে কত না উপকার
ভাবিনী কখনো তার ধ্বংসত্ব অপকার।।
এ প্লাস্টিকের পাত্রে যারা খাবে খাবার
রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হবে সবার।
পান করিও না কেউ প্লাস্টিক এর পাত্রে
সস,জুস,ওষুধ,কোনো পানি কোনো শর্তে।।
পানির বোতল,টিফিন বক্স,গ্লাস,মগ,কাপ
আজি ঘর থেকে প্লাস্টিক তৈজসপত্র সাফ।।
প্লাস্টিক এর পরিবর্তে পিতল,,এ্যলুমিনিয়াম
কাসা,স্টিল,কাচ,মাটির ঐতিহ্যবাহী সুনাম।।
প্লাস্টিক এর তৈজসপত্র আর কোনোদিন নয়
আসবাবপত্রের প্লাস্টিকও অনেক ভয়াবহ হয়।।
আমরা যদি ছুড়ে ফেলি যেকোনো প্লাস্টিক
সে আমাদেরকেও ছুড়ে ফেলে মৃত্যুর দিক।।
টেবিল, চেয়ার,আলমারি, অয়াড্র,বালতি
শেষ করা যাবেনা বলে প্লাস্টিক এর ক্ষতি।।
কমপক্ষে ৪০০-৭০০ বছর লাগে সময়
প্লাস্টিক পন্য মাটিতে পচে পচে মিশে রয়।।
তবিও নষ্ট করে প্লাস্টিক মাটির উর্বর শক্তি
পোড়ালেও নেই এর ক্ষতি হতে কোনো মুক্তি।।
প্লাস্টিক নষ্ট করে মাটি, পানি,আলো,বাতাস
প্লাস্টিক এর কলে আটকে ফেলে প্রণীর শ্বাস।।
ধীরেধীরে সন্তান জন্মদানের ক্ষমতা কমে যাবে
নারীর গর্ভপাত, বন্ধ্যাত্ব দিনেদিনে বৃদ্ধি পাবে।।
প্রস্টেট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, স্তন্য ক্যান্সার্
শিশুরা হবে অটিজম সহ নানা রোগের শিকার।।
এ প্লাস্টিক শেষ করিবে সকল জীবের বংশ
অবশেষে সুন্দর এ পৃথীবিটা করিবে ধ্বংস।।
Comments
Post a Comment