রণাঙ্গনের মুসকান
রণাঙ্গনের মুসকান
খাদিজা বেগম
তোমারা মাঝে গোপন ছিল হাজার কবিতা আর গান,
তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি রণাঙ্গনের মুসকান।
তোমার মাঝে গোপন ছিল আ্যামাজনের দাবানল,
তোমার অগ্নি তাপে পুড়ে গেল পশু হায়নার দল।
তোমার কন্ঠে গোপন ছিল পবিত্র সত্য ন্যায়ের সুর
অন্যায়ের প্রতি তোমার হুংকার দূর থেকে বহুদূর।
তোমার ডাকে উঠলো জেগে ঘুমান্ত সব মুসলমান,
তোমার শক্তি তোমার সাহস সবার মাঝে থাকুক অম্লান।
আল্লাহু আকবার এই ধ্বনি বাতাসে ছড়ালো বিশ্বে,
তুমি মানব জাতির গৌরব প্রতিবাদে সবার শীর্ষে।
বিড়ালের মত চুপ করে শুনব না কুকুরের ঘেউ ঘেউ
অন্যায় মেনে নিয়ে খাঁচায় পাখি হয়ে বেঁচে রবনা কেউ।
সত্য ন্যায় প্রতিষ্ঠায় অর্থ দেব, রক্ত দেব, দেব জীবন,
তব দেবনা সততার বলিদান আসে যদি আসুক মরণ।
না ঝড়িয়ে কোন রক্ত দেখালে কি বিরত্ত্ব,
এই পৃথিবী আজকে থেকে তোমার ভক্ত।
অগ্নি কন্ঠে পুড়ে গেছে পাপিটাপি অসভ্য সব,
না না খুলবোনা এই হিজাব যা পড়তে বলছে আমার রব।
Comments
Post a Comment