চলছে তো চলছেই
চলছে তো চলছেই
খাদিজা বেগম
চলছে তো চলছেই সব অন্যায়-অনিয়ম,
চাঁদাবাজি-টেন্ডারবাজি হরদম,
থেমে গেছে স্বচ্ছতা, ভেঙে গেছে একতা,
মানবতা নেই যেন একদম।
চলছে তো চলছেই বেড়ে সংসদ সদস্যদের পদ,
তার সাথে ষড়যন্ত্র,
থেমে গেছে প্রতিবাদ, মিছিল-মিটিং
রাজনীতি আর গণতন্ত্র।
চলছে তো চলছেই হরদমে সংসদ সদস্যদের
থোক বরাদ্দ আর ভাতা,
থেমে গেছে হতদরিদ্রের তিনবেলা ভাত
আর অধিকারের কথা।
চলছে তো চলছেই নিরপক্ষ আর আদর্শবানদের
অপমান-অপদস্থ,
নিজ দলীয় নেতা-কর্মী দুর্নীতিবাজদের
সরকারি চাকরিতে উচ্চপদস্থ।
চলছে তো চলছেই বালিশ, পর্দা, চামুচ,
বাঘর গণনায় কোটি দুর্নীতি,
অফিসে আর আদালতে ঘুষ বিনিময়,
আমলা, মন্ত্রীদের স্বজনপ্রীতি।
চলছে তো চলছেই বিদ্যুৎ গতিতে বেড়ে চলছে
দিনে দিনে ধনীদের ধন,
দেখেও যেন দেখে না কেউ শিশুদের খাদ্য,
বস্ত্র, বাসস্থানের প্রয়োজন।
চলছে তো চলছেই এই দেশ পরিচালনায়
আজে বাজে নোংরা লোভী লোক,
যারা মানে নিয়ম-নীতি তাদের ভয়-ভীতি
দুর্নীতিবাজ দুদক।
চলছে তো চলছেই সত্যবাদীদের বিরুদ্ধে
একের পরে এক মিথ্যা মামলা,
দ্বিমত পোষণ কারীদের বিরুদ্ধে
গুম, খুন, হত্যা অতর্কিত হামলা।
চলছে তো চলছেই অস্বচ্ছ প্রক্রিয়ায়,
কেন্দ্র দখল করা মিথ্যা নির্বাচন,
নাই ভোট অধিকার, নাই প্রতিবাদ করার অধিকার,
নাই কোন সুশাসন।
চলছে তো চলছেই ব্যবসা বাণিজ্য, জায়গা-জমি,
আর ঘরবাড়ি, নদী দখল,
থেমে গেছে নিয়ম নীতি, হারিয়ে গেছে মানবতা
আর সুশৃংখল।
চলছে তো চলছেই না চাইতে আমলা মন্ত্রীদের
টেবিলে বহু প্রকার খাবার,
দ্বারে দ্বারে ঘুরে ফিরে চেয়েও অনাহারী
পায়না যেন এক মুঠো আহার।
চলছে তো চলছেই খাদ্যে ভেজাল, ঔষধে ভেজাল,
ভেজাল কথা আর কাজে,
গুনে মানে সেরা বিশ্বস্ততার মূল্য নেই যেন এখন
এই ভেজালের মাঝে।
চলছে তো চলছেই সদা নারী-শিশু পাচার,
শ্রমিক পাচার ,অর্থ পাচার,
থেমে গেছে আইন-আদালত পাচারকারীদের
জেল-জরিমানা, বিচার।
চলছে তো চলছেই শারীরিক-মানসিকভাবে
নারী নির্যাতন, ধর্ষণ,
আইন-আদালত, থানা পুলিশ যেন
ধর্ষণকারীদের পক্ষে এখন।
চলছে তো চলছেই গুম, খুন, হত্যা,
এখানে সেখানে ভেসেছে মানুষের লাশ,
পাইনা খুজে মায়া, মনুষ্যত্ব
মানবসমাজে করি মানুষেরে তালাশ।
Comments
Post a Comment