হে কবি

 হে কবি

খাদিজা বেগম


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যা জাগাবে বিভ্রান্তকারী বোকা জাতিকে।

যে কবিতায় জাগিয়ে তুলবে মানুষের,

বিবেক-বুদ্ধি আর ঘুমন্ত অনুভূতিকে।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যা তাড়াবে দেশের ঘুষখোর দুর্নীতিকে।

যে কবিতার প্রতিটা চরণে চরণে,

শক্তি যোগাবে অসুস্থ দুর্বল ব্যক্তি কে।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যা সূর্যের মত আলো ছড়াবে চারদিকে।

যে কবিতায় উজ্জীবিত করবে আবার,

দুমড়েমুচড়ে ভেঙেপড়া বিচার-বুদ্ধিকে।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও

যা জাতিকে এগিয়ে নিয়ে যাবে সম্মুখে।

যে কবিতায় উদ্বুদ্ধ হবে দেশ প্রেম,

দেশটাকে ভালোবেসে ধারণ করবে বুকে।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যা সৃষ্টি করবে মানব মনে মানবতা।

যে কবিতায় থাকবে অধিকার বঞ্চিত,

গরিব, দুঃখী, এতিম, অনাথদের কথা।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যা শুনবে পতিতালয় গড়ানো সমাজ।

যে কবিতার কবরে দাফন করিব

নারী শিশুদের দুশমন জীবিত লাশ।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যাতে মুক্তি পাবে অর্থ, ক্ষমতার দাস।

যে কবিতায় উঠবে জোয়ার ভাসবে তরী,

ফুটবে হাসি গরিব-দুঃখীর মুখে একরাশ।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যা এই দেশটাকে নিয়ে যাবে সামনে এগিয়ে।

যে কবিতা স্বপ্ন দেখায় স্বপ্ন হিনা কে,

আরাম আয়েশের ঘুম থেকে জাগিয়ে ।


হে কবি, এমন একটি কবিতা লিখে দাও,

যাতে অন্যায়-অনিয়ম সব হবে শেষ।

যে কবিতায় জাগবে নীতিবান তুলবে পাল,

ধরবে হাল গড়বে দুর্নীতিমুক্ত এই দেশ।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান