মুনাফিক

 মুনাফিক

খাদিজা বেগম


কথা বললে সত্য বলো, না হয় থাক তুমি চুপ,

মিথ্যা বলে দেখাইওনা আর মুনাফিকের রুপ!


ওয়াদা করলে পূর্ণ কর, ভেঙ্গোনা তাহা কেহ,

জাহান্নামে জ্বলবে ওয়াদা ভঙ্গ কারীর দেহ।


আমানাতের রক্ষা করো, করোনা খিয়ানত,

খিয়ানত কারীর উপরে আল্লাহ্ লানত।


হেফাজতে রাখো তুমি তোমার লজ্জাস্থান,

তবে তুমি হয়ে উঠবে পবিত্র তাকওয়া বান।


দৃষ্টি যংযত রাখো, দেখনা নিয়মের বাইরে,

মহান আল্লাহ্ ছাড়া বাঁচানোর আর কেউ নাইরে।


হাত, পা দিয়ে করনা আর কোন অপরাধ,

আল্লাহ্ হুকুম মেনে চলো, করো ইবাদাত।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান