মানব যৌবন
মানব যৌবন
খাদিজা বেগম
মানব যৌবন হলো এক তীক্ষ্ণ সংগ্রামী হাতিয়ার,
ভেবেচিন্তে করতে হবে এই হাতিয়ারের ব্যবহার।
অবহেলা অবজ্ঞায় কভু ফেলে রেখোনা যে তারে,
তোমার সফলতার দ্বার খুলে দাও এই হাতিয়ারে।
সময়ের সাথে চলো চালাও তোমার যৌবন শক্তি,
নিজেকে নিজে দাও তুমি ওই পরাধীনতা থেকে মুক্তি।
লাথি মারো ভাঙ্গো বাঁধা আস্থা রাখ নিজের উপরে,
সামনে আগাও সত্য পথে দুঃখ যন্ত্রণা উপেক্ষা করে।
মানব যৌবন হলো ধনুক সাজানো একটা তীর,
এখনই নাও সিদ্ধান্ত তোমার লক্ষ্য করে স্থির।
পরক করো নিজেকে তুমি বিড়াল নাকি রণবীর,
নাকি অর্থ ক্ষমতার গোলাম যৌনতার কুমির।
নাকি আলোর দিশারী আলোর পথে ডাক দিয়ে যাও,
অন্ধকারের পথিককে তুমি আঁধার থেকে বাঁচাও।
এখনই থামাও তুমি অসভ্য নোংরা মানুষগুলোকে,
যাদের কারণে আজ নারী ও শিশু থাকে আতঙ্কে।
মানব যৌবন হলো টগবগিয়ে উথলে ওঠা রক্ত,
অনিয়মের বিরুদ্ধে নিজ অবস্থান রাখবে শক্ত।
সর্বদা রাখবে নিজেকে নিজে সততার সাথে যুক্ত,
পবিত্র হৃদয় তারঃ সে অশ্লীলতা থেকে উন্মুক্ত।
Comments
Post a Comment