ক্রোধ
ক্রোধ
খাদিজা বেগম
ক্রোধের কারণে ধ্বংস হয় সম্পদ ও সম্মান,
পারিবারিক ও সামাজিক সম্পর্কেও হয় দুর্নাম।
প্রতিটা মুহূর্তে নেমে আসে ক্রোধের কারনে কষ্ট,
ক্রোধ পুষে রাখার কারণে সুখ, শান্তি হয় নষ্ট।
যে ব্যক্তি তার সৃষ্টিকর্তার ক্ষমা পেতে আশা করে,
সে যেন গো হয় ক্ষমাশীল মানুষেরে ক্ষমা করে।
যে জন নিজের হিংসা ক্রোধ করতে চায়না সংবরণ,
তার জন্য উভয়ই সমান জীবন কিংবা মরন।
যত করবে রাগ নিয়ন্ত্রণ ততোই হবে তুমি প্রিয়,
আধ্যাত্মিক এবং জাগতিকে শ্রেষ্ঠ হবে জেনে নিও।
ক্রোধ বর্জনে যা প্রতিদান নাই কিছু তার সমান,
ধৈর্য, সহনশীলতা মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ দান।
ভুল করে ভুল করেছে যে, সে ষড়যন্ত্র করেনাই,
ক্ষমা করে কাছে ডাকো তারে ঐ হৃদয় দাও তুমি ঠাঁই।
ক্ষমা করো বন্ধু ক্ষমা করো সে যে বড় অনুতপ্ত,
বিরাট গুন সহনশীলতা চাইলেই হবে তাহা রপ্ত।
ভুলত্রুটি মিশে থাকে দেহে পারেনা কেউ ছেড়ে যেতে,
ক্ষমা করো বন্ধু ক্ষমা করো হাত পেতেছি ক্ষমা পেতে।
সৃষ্টিকর্তার আদেশ হল বর্জন করো কুক্রোধ,
নইলে তোমার হারিয়ে যাবে পূর্ণ কৃতজ্ঞতাবোধ।
ক্ষমা ছাড়া শূন্য হবে ক্রোধ পুষে রাখার জন্য ভাই,
ক্রোধের আগুনে পুড়ে পুড়ে মানবিকতা হবে ছাই।
তুমি হবে মানবরূপী হিংস্র পশুর চেয়েও অধম,
থাকবেনা শুকরিয়া যা পাবে তাই মনে হবে যে কম।
হিন্দু-মুসলিম পরের কথা আগে মানুষ হওয়া চাই,
মানুষের মাঝে ছোটখাট ত্রুটিগুলো ঠাই দিতে নাই।
তুমি নিজে না হলে মানুষ সহ্য হবে না মানুষ,
মানুষের সাথে দ্বন্দ্ব করতে খুজবে মানুষের দোষ।
প্রকৃত মানুষ হতে হলে তুমি ক্রোধ করো ধ্বংস,
হিংসা, অহংকার, ক্রোধ পাপি অভিশপ্তদের অংশ।
Comments
Post a Comment