তোমায় নিয়ে
তোমায় নিয়ে
খাদিজা বেগম
তোমায় নিয়ে কাটবো সাঁতার
তাই কেটেছি পুকুর,
ইচ্ছে হলে ভাসবো দুজন
দিন কিংবা রাতদুপুর।
তপ্ত হৃদয় তৃপ্তি পেতে
ডুববো ঝুপুর ঝুপুর,
মনে মনে বাজবে তখন
ভালবাসার নুপুর।
সেই পুকুরে চর জেগেছে
তুমি আজ কতো দূর,
মধুর মধুর স্বপ্ন গুলো
আজ বেদনা বিদুর।
তোমার নিয়ে থাকবো বলে
তাই বেঁধেছি বাসা,
তোমায় পেলে পূর্ণ হবে
আমার সকল আশা।
সেই আশা আজ অশ্রু হয়ে
ঝরে টাপুর টুপুর।
তোমার বিরহে কাতর আমি
তুমি কোন সখিপুর?
Comments
Post a Comment