বাহু পেতে ধরো
বাহু পেতে ধরো
খাদিজা বেগম
ভেঙ্গে যখন পড়ে যাবো
তুমি আমায় বাহু পেতে ধরো,
কষ্ট পেলে কাঁদবো যখন
চোখ মুছিয়ে একটু আদর করো।।
কষ্টের ওপর আরো কষ্ট
কোনদিনও তুমি দিও নাকো,
হাজার কষ্ট দূরে ঠেলে
তুমি আমার তোমার মনে রাখো।
ভুল করে ভুল হয়ে গেলে
ক্ষমা করে ভালোবেসো আরো।।
অসুখ হলে পাশে থেকো
হাত বুলিয়ে দিও আমার মাথায়,
এই জীবনে আর কিছু নয়
সুখে-দুখে পাই যেন গো তোমায়।।
দুঃখ কষ্ট ভয় করিনা
আমার হাতে থাকলে তোমার ওই হাত,
খুব নিরাপদ লাগে আমায়
জান্নাতের সুখ অনুভব হয় দিন রাত।
তোমার আমার এই বাঁধনটা
থাকে যেন আমরা মরার পরও।।
Comments
Post a Comment