তুমি ছাড়া কেউ পারেনা
তুমি ছাড়া কেউ পারেনা
খাদিজা বেগম
তুমি ছাড়া কেউ পারেনা - মাটি ছাড়া বানাতে এই মাটি,
তুমি আল্লাহ অদ্বিতীয় -তোমার চেয়ে আর নাই খাঁটি।
তুমি ছাড়া কেউ পারেনা - পানি ছাড়া বানাতে এই পানি,
তুমি ছাড়া কেউ জানেনা - তোমার এই সৃষ্টির কাহিনী।
মানুষ ছাড়া মানুষ- বানিয়েছ তুমি মাটি দিয়ে,
কেউ পাবে না কূলকিনারা-তোমাকে নিয়ে ভাবিতে গিয়ে।
তোমার কুদরতি মুখে - যাহা বলো তাহা হয়ে যায়,
মাটির মানুষ হাটে, আবার মাটিতে মিশে যায়।
মাটির দুই খান চোখ- বানিয়ে তাতে দিয়েছ আলো,
দেখে শুনে চলি যেন - সকলেরে রাখি যেন ভালো।
আকাশ ছাড়া আকাশ - বানিয়েছ স্তরে স্তরে,
নানা রঙে রঙ করে- খুঁটি ছাড়া রেখেছে তা ধরে।
সেই আকাশে সূর্য আসলে- আলোকিত হয়ে যায় দিন,
সেই আলোতে ঘুম ভাঙে - জাগে স্বপ্ন হাজারো রঙিন।
আগুন ছাড়া আগুন - জ্বালিয়ে রাখ তুমি গোপনে,
কেউ দেখেনি যা নয়নে- আল্লাহ তুমি তা দেখাও স্বপনে।
Comments
Post a Comment