আমি কাল রাত
আমি কাল রাত (১২)
খাদিজা বেগম
আমি কাল রাত জেগে ছিলাম
একটি ফোনের আশায়,
আসলো না তার কোন ফোন
মন ভাঙলো নিরাশায়।
খুব বেশি আশা ছিল না
কেন ফোন দিল না,
সব দিয়েছি যারে আমি
সে তো মন দিল না।
তারি ঐ নিরব আঘাতে
ঘা হয়েছে হৃদয়।।
কেন করে অবহেলা
নিজে হয়ে সাথী?
কেন দু'পায় মাড়িয়ে যায়
প্রেমের অনুভূতি।
এই প্রাণ পাখি যায় যায়
বারে বার বিদায় জানায়।।
সারা জীবন যা শিখিনি
তা শিখালে রাতে,
নিজের দায়িত্বটা দিতে নেই
অন্য কারো হাতে।
যুদ্ধ করে বেঁচে রবো
মানবো না পরাজয়।।
Comments
Post a Comment