Posts

Showing posts from July, 2022

এসো

 এসো  খাদিজা বেগম এসো নবিন এসো প্রবীণ   অস্র ফেলে কলম ধরি, স্বপ্ন দেখাই স্বপ্ন দেখি  নিজেদেরকে মানুষ গড়ি। বিদ্যালয়ে এসো সবাই যেথায় শিখি নিয়মনীতি, জ্ঞানীগুণী শিখাবে আর আমরা শিখে হব কৃতি। এসো এসো ভুল পথ ছেড়ে  শুদ্ধ সঠিক পথটা ধরি।। জনে জনে মানবতা ধ্বংসের  বদলে  সৃষ্টি করি, কুসংস্কার কুমন্ত্রণার  বিরুদ্ধে আজ লড়াই করি। হাতে হাতে হাত রেখে আজ নতুন ভাবে সমাজ গড়ি। লোভ লালসা, অন্যায় অনিয়ম  চিন্তা ভাবনায় দেবনা ঠাই, ভন্ড অশ্লীল,  কর্ম কান্ডের এই সমাজে কোন ঠাই নাই। এসো বাঁচার মত বাঁচবো  না হয় মরার মত মরি।

সুখের গোলা হতে

 সুখের গোলা হতে খাদিজা বেগম  আমার সুখের গোলা হতে  আনন্দ, সুখ উপচে পড়ে, চাল নেই চুলো নেই তবুও দুঃখ নেই এই আমার ঘরে। তবু ওঠে প্রেমেরই ঝর কাপে আই বুক ধরে ধরে।। আছে খুদা, দারিদ্রতা তবু আমি নই অভাবী, বাংলা ভাষায় তৃপ্ত আমি সুর আর ছন্দে ভরা কবি। ভালোবেসে যদি আসো  জনম জনম রাখবো ধরে।। যায় আছে তাই বিলিয়ে যাই  কারো কাছে পাতি না হাত, করিনা মন ছাড়া চুরি আমি নই তো কোন ডাকাত। ভালবাসার ঢেলে দেবো  শূন্য শূন্য ঐ বুক ভরে।। বৃষ্টির মতো এই হৃদয়ে কবিতা আর ছড়া ঝরে, হাওয়ার মত বহে যায় গান বন্ধু তোমায় মনে পড়ে। থেমে থেমে বেজে ওঠে  মিলনের সুর এই অন্তরে।

মৃত্যুকে দেখেছি

মৃত্যুকে দেখেছি খাদিজা বেগম কল রাত্রিতে জেগে ছিলাম- একটি ফোনের আশায়, আসলো না বন্ধু তোমার ফোন- বুক ভাসলো নিরাশায়। তোমার ঐ নিরব আঘাতে- ক্ষত হয়েছে হৃদয়, প্রাণ পাখি উড়ে যেতে চায়- আমাকে বলে বিদায়। বেশি কিছু তো আশা ছিলনা- কেন সে ফোন দিলো না, সব দিয়েছি যারে আমি সে- কেন আমার হলো না? কেন করে এত অবহেলা-নিজ থেকে হয়ে সাথী? কেন দু পায়ে মাড়িয়ে যায়- এই মনের অনুভূতি?  যুদ্ধ করেছি কাল রাত্রিতে- কঠিন মৃত্যুর সাথে, কৃতজ্ঞতা ওই সৃষ্টি কর্তাকে- বেঁচেছি তার কৃপাতে। সারা জীবনেও যা শিখিনি -  তা শিখেছি কাল রাতে, নিজের দায়িত্বটা দীতে নেই - কখনো অন্যের হাতে।  ্  নিজেকে নিজেই বাসিবো ভালো- যদি কেউ ভালো না বাসে, নিজের পাশে থাকিব নিজে- যদি কেউ না থাকে পাশে।  

আজ নিজেকে

 আজ নিজেকে খাদিজা বেগম  আজ নিজেকে খুব অসহায় অসহায় লাগে আমার,  চরণ তলে পাই না খুঁজে  এতটুকু মাটি আর। আজ নিজেকে নিজ ঠিকানায় আমায় লাগে যাযাবর, যেখানে এই চরণ ফেলি আজ এখানেই বালুচর। উপায় খুঁজে পাইনা আমি এই নিজেকে বাঁচাবার।। আপন বলে আমি আমার পর হয়েছে সবাই আজ, যেন বিনা মেঘে, বৃষ্টিতে আমার মাথায় পরছে বাঁশ। এই জীবনে কেউ এলনা  আমার খবর রাখিবার। আজ নিজেকে নিজের ঘরে বনবাসী মনে হয়, কোথায়ও তো কেউ নেই আমার  যার কাছে নেব আশ্রয়। মৃত্যু যেন ডাকছে আমায় শুনি মৃত্যুর ডাক বারবার।

কোরবানি দে

 কোরবানি খাদিজা বেগম কোরবানি দে কোরবানি দে ও মন আমার কোরবানি দে, বনের পশু দেবার আগে  মনের পশুর কোরবানি দে। তোর আনন্দ ভাগ করে দে গরিব, দুঃখী, আত্মীয়কে, নিজে থেকে খেয়াল রাখিস  ঈদে দিনে কেউ না কাঁদে।। কোরবানি দে কোরবানি দে  বিলাসিতার কোরবানি দে। লোভ লালসা, হিংসা বিদ্বেষ তোর অহংকার কোরবানি দে, মিথ্যা থেকে বেরিয়ে আয় থাকিস না আর পাপের ফাঁদে।। কোরবানি দে কোরবানি দে মিথ্যাকে তুই কোরবানি দে।। আয় ছুটে আয় সত্যের পথে পবিত্রতা জয় করে নে, ভরসা কর আল্লাহর উপর আজ পাপ থেকে তুই মুক্তি নে। কোরবানি দে কোরবানি দে  তোর পাপি মন কোরবানি দে।।

বোকা মাথায়

 বোকা মাথায় খাদিজা বেগম  বোকা মাথায় বুঝি না হায় চলেছে কি এই দুনিয়ায়, ধনীরা ধন চুরি করে নিজেদেরকে সাধু সাজায়। বড় বড় চোর ডাকাতে  থাকে ধরা ছোঁয়ার বাইরে, পেটের দায়ে করলে চুরি  তাঁদের কোন রেহাই নাইরে। সত্যবাদী আছে যারা তারা আছে খুব অসহায়।। মিথ্যাবাদী চরিত্রহীন বড় বড় বলে কথা, চরণ চাটা ওদের দোসর হাতে তালি দেয় অযথা। দেশ প্রেমিক আজ করে হায় হায় দেশটা বুঝি শেষ হয়ে যায়।। ঘুষখোর সুদখোর সরকারি চোর টাকাতে সাজায় আলমারি, মানবসন্তান পথে পথে মরছে ধুকে অনাহারী। যুব সমাজ কাজ না পেয়ে ডুবে আছে খুব হতাশায়।

বাবা আর আমি

 বাবা আর আমি খাদিজা বেগম  আজি সেই পঁচিশে জুন- জীবনে প্রথম বার - বাবা আর আমি ভিন্ন- ভিন্ন ছিলাম গাড়িতে, বাবার গাড়ি টা আগে- আগে হুইচল বাজিয়ে- শেষবারের মতো বাবা - আর আমি যাই বাড়িতে। শহর, গ্ৰাম ছেড়ে- সাঁই সাঁই করে ছুটছে গাড়ি- আর করছে থেমে থেমে- কলিজা ফাটা চিৎকার, এদিকে আমার জল - শূন্য চোখ, বাক শূন্য- মুখ, সব হারাবার- একবুক হাহাকার। গাড়ি থেকে নেমে সবাই- যাচ্ছে নিজ পায়ে হেঁটে - আমার বাবা তখন- যাচ্ছে চাচা দের কাঁধে, আমি তখন অচল- পড়ে আছি মুখ থুবড়ে - আলো শূন্য দুই নয়ন- পাগলের মত কাঁদে। ও বাবা, তুমি যেদিন -দু চোখ বন্ধ করেছ- আমি শত শত বার- ডেকেও খুলতে পারিনি, সাদা কাফনে জড়ানো- কফিনে শোয়ানো দেহ- হাসি খুশি ভরা মুখটি- এখনো ভুলতে পারিনি। বাবা, সে দিন প্রথম- এতো ব্যথিত হয়েছি- যেন নিঃশ্বাস চলেনা - এই কষ্টের শান্তনা নাই, বাবা, সারাদিন তুমি - এই মনের কল্পনাতে-  আর সারারাত স্বপ্নে - নাই ভোলার উপায় নাই। আমি আর বাবা, কত- পথ একসাথে দিয়েছি- পাড়ি, কভু হাত ধরে, কখনো বা কাঁধে চরে, এখনো খুঁজি তোমায় - স্মৃতি নামের পাতায় - ভুলতে পারিনি তোমাকে - বাবা, খুব মনে পড়ে। সময়ের হাত ধরে- স...