কোরবানি দে

 কোরবানি

খাদিজা বেগম


কোরবানি দে কোরবানি দে

ও মন আমার কোরবানি দে,

বনের পশু দেবার আগে

 মনের পশুর কোরবানি দে।


তোর আনন্দ ভাগ করে দে

গরিব, দুঃখী, আত্মীয়কে,

নিজে থেকে খেয়াল রাখিস 

ঈদে দিনে কেউ না কাঁদে।।

কোরবানি দে কোরবানি দে

 বিলাসিতার কোরবানি দে।


লোভ লালসা, হিংসা বিদ্বেষ

তোর অহংকার কোরবানি দে,

মিথ্যা থেকে বেরিয়ে আয়

থাকিস না আর পাপের ফাঁদে।।

কোরবানি দে কোরবানি দে

মিথ্যাকে তুই কোরবানি দে।।


আয় ছুটে আয় সত্যের পথে

পবিত্রতা জয় করে নে,

ভরসা কর আল্লাহর উপর

আজ পাপ থেকে তুই মুক্তি নে।

কোরবানি দে কোরবানি দে 

তোর পাপি মন কোরবানি দে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান