সুখের গোলা হতে

 সুখের গোলা হতে

খাদিজা বেগম 


আমার সুখের গোলা হতে 

আনন্দ, সুখ উপচে পড়ে,

চাল নেই চুলো নেই তবুও

দুঃখ নেই এই আমার ঘরে।

তবু ওঠে প্রেমেরই ঝর

কাপে আই বুক ধরে ধরে।।


আছে খুদা, দারিদ্রতা

তবু আমি নই অভাবী,

বাংলা ভাষায় তৃপ্ত আমি

সুর আর ছন্দে ভরা কবি।

ভালোবেসে যদি আসো 

জনম জনম রাখবো ধরে।।


যায় আছে তাই বিলিয়ে যাই 

কারো কাছে পাতি না হাত,

করিনা মন ছাড়া চুরি

আমি নই তো কোন ডাকাত।

ভালবাসার ঢেলে দেবো

 শূন্য শূন্য ঐ বুক ভরে।।


বৃষ্টির মতো এই হৃদয়ে

কবিতা আর ছড়া ঝরে,

হাওয়ার মত বহে যায় গান

বন্ধু তোমায় মনে পড়ে।

থেমে থেমে বেজে ওঠে

 মিলনের সুর এই অন্তরে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান