মৃত্যুকে দেখেছি

মৃত্যুকে দেখেছি

খাদিজা বেগম


কল রাত্রিতে জেগে ছিলাম- একটি ফোনের আশায়,

আসলো না বন্ধু তোমার ফোন- বুক ভাসলো নিরাশায়।


তোমার ঐ নিরব আঘাতে- ক্ষত হয়েছে হৃদয়,

প্রাণ পাখি উড়ে যেতে চায়- আমাকে বলে বিদায়।


বেশি কিছু তো আশা ছিলনা- কেন সে ফোন দিলো না,

সব দিয়েছি যারে আমি সে- কেন আমার হলো না?


কেন করে এত অবহেলা-নিজ থেকে হয়ে সাথী?

কেন দু পায়ে মাড়িয়ে যায়- এই মনের অনুভূতি?


 যুদ্ধ করেছি কাল রাত্রিতে- কঠিন মৃত্যুর সাথে,

কৃতজ্ঞতা ওই সৃষ্টি কর্তাকে- বেঁচেছি তার কৃপাতে।


সারা জীবনেও যা শিখিনি -  তা শিখেছি কাল রাতে,

নিজের দায়িত্বটা দীতে নেই - কখনো অন্যের হাতে।

 ্ 

নিজেকে নিজেই বাসিবো ভালো- যদি কেউ ভালো না বাসে,

নিজের পাশে থাকিব নিজে- যদি কেউ না থাকে পাশে।



 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান