এসো

 এসো 

খাদিজা বেগম


এসো নবিন এসো প্রবীণ 

 অস্র ফেলে কলম ধরি,

স্বপ্ন দেখাই স্বপ্ন দেখি 

নিজেদেরকে মানুষ গড়ি।


বিদ্যালয়ে এসো সবাই

যেথায় শিখি নিয়মনীতি,

জ্ঞানীগুণী শিখাবে আর

আমরা শিখে হব কৃতি।

এসো এসো ভুল পথ ছেড়ে 

শুদ্ধ সঠিক পথটা ধরি।।


জনে জনে মানবতা

ধ্বংসের  বদলে  সৃষ্টি করি,

কুসংস্কার কুমন্ত্রণার

 বিরুদ্ধে আজ লড়াই করি।

হাতে হাতে হাত রেখে আজ

নতুন ভাবে সমাজ গড়ি।


লোভ লালসা, অন্যায় অনিয়ম 

চিন্তা ভাবনায় দেবনা ঠাই,

ভন্ড অশ্লীল,  কর্ম কান্ডের

এই সমাজে কোন ঠাই নাই।

এসো বাঁচার মত বাঁচবো 

না হয় মরার মত মরি।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান