মরণ
মরণ
খাদিজা বেগম
মরণ থেকে বেঁচে থাকার
নাই নাই নাইরে প্রতিরোধ নাই,
মরণ থেকে মুক্তি পাবার
নাই নাই নাইরে প্রতিকার নাই।।
জন্ম থেকে চলছি আমি
মরণ নামের পথের দিকে,
ধীরে ধীরে হচ্ছি আমি
একটু একটু করে ফিকে।
মরণ রোগের চিকিৎসা নাই
নাই নাই নাইরে চিকিৎসক নাই।।
আমার ভিতর মরণ থাকে
একবারো না দেখলাম তাকে,
সময় হলেই ধরবে আমায়
নিয়ে যাবে সে আমাকে।।
তবু আমি কেমন করে
মরণ ভুলে ভুল পথে যাই?
ভুলে ভুলে সোনার জীবন
পুড়ে পুড়ে করেছি ছাই।
তবু আমি কোন কারণে
কেন করি যা খুশি তাই??
Comments
Post a Comment