ওহে আল্লাহ্
খাদিজা বেগম
ওহে আল্লাহ্ আমার, পথ প্রদর্শনকারী
তোমার সাহায্য পেতে করি আহাজারী।
দেখিয়ে দাও সত্য সুন্দর সরল পথ
জান্নাতের দিকে চলে গেছে যে পথ।
ওহে আল্লাহ্ আমার, ঈমান রক্ষাকারী
আমাকে আমার উপর দিওনা ছাড়ি।
আমায় লোভ লালসা করে নিবে গ্রাস
তোমার ভিতরে করতে দিও মোরে বাস।
ওহে আল্লাহ্ আমার নিরাপত্তা দানকারী
বন্ধ কর শত্রু দের হিংস্র খবরদারি।
Comments
Post a Comment