প্রকাশ করেছি

 প্রকাশ করেছি 

খাদিজা বেগম 


প্রকাশ করেছি নয়নে নয়নে 

বড় ভালোবাসি ভালোবাসি খুব, 

ডুবে গেছি আমি নীরবে নীরবে

যখন দেখেছি তোমার ঐ রূপ।।


গলে গেছি আমি মোমের মতন 

তোমার রুপের আগুনে আগুনে, 

ফুলের মতন পাপড়ি ছড়িয়ে 

হৃদয় ভরেছে ফাগুনে ফাগুনে।

চারিদিকে শুনি কোকিলের গান 

তার মাঝে ওলি ফুলে দিলো ডুব।।


প্রকাশ করেছি ছবি একে একে 

শিল্পীর মতো আবির ছড়িয়ে, 

বৃষ্টির মতো নয়নের জল 

তোমার দুয়ারে ঝরিয়ে ঝরিয়ে।।


প্রকাশ করেছি কাগজ-কলমে 

এসেছি তোমার হতে পৃথিবীতে, 

দুটি হাত ভরে নাও ভালোবাসা 

আমার এই প্রেম চাই তোমাকে দিতে।

তোলপাড় মন ঝড়ের মতন 

গন্ধ ছড়ানো পোড়া পোড়া ধূপ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান