কুমন্ত্রণা দেয়া শয়তান

 কুমন্ত্রণা দেয়া শয়তান

খাদিজা বেগম 


নিঃশ্বাস থামার আগে যেন

আমার কলম থেমে যায় না,

তার বিরুদ্ধে কলম চলুক

যে মানুষের মঙ্গল চায় না।।


এই মুখ থামার আগে যেন

সত্য বলা থেমে যায় না,

তার বিরুদ্ধে কথা জ্বলুক 

যে এদেশের ভালো চায় না।

চিন্তা থামার আগে আমার 

ন্যয় বিচার থেমে যায় না।।


এই প্রাণ যাওয়ার আগে যেন 

নৈতিকতা ছেড়ে যায়না,

মেনে না নেই কভু যেন

মনের যত অন্যায় বায়না।।


পাশ কাটিয়ে চলি যেন 

কুমন্ত্রণা দেয়া শয়তান,

সবার আগে আমি যেন 

রক্ষা করি পূর্ণ ঈমান।

আমার জিব্বা কভু যেন 

কোন হারাম খাবার খায় না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ