মন বসে না কাজে
মন বসে না কাজে
খাদিজা বেগম
আজ কতদিন দেখা হয় না
তোমার আমার মাঝে,
আমরা দুজন দুইজনাকে
ভাবি সকাল সাঝে ।।
আজ কত রাত কথা হয় না
তোমার সাথে আমার,
মনের মাঝে জমে আছে
কথা হাজার হাজার।
রাত নিশীথে তোমার নুপুর
আমার কানে বাজে।।
কত ফাগুন শেষ হয়েছে
তোমায় ছাড়া একা,
জানিনা আর হবে কি না
তোমার সাথে দেখা।।
তুমি ছাড়া দিনগুলো সব
বিষণ্ণতায় ভরা,
কানায় কানায় বর্ষাকালেও
আমার বুকে খরা।
তোমায় খুঁজে পাগল পাগল
মন বসে না কাজে।।
Comments
Post a Comment