আমার হয়ে থাকিস
আমার হয়ে থাকিস
খাদিজা বেগম
আমাকে তুই ভালোবেসে
শুধু আমার হয়ে থাকিস,
তোর বুকেতে হৃদয় করে
আমাকে তুই আগলে রাখিস।।
তোরি হয়ে থাকবে বলে
তোর প্রেমেতে মন পড়েছে,
তোরে নিয়ে হাজার স্বপ্ন
মনে মনে মন গড়েছে।
এই হৃদয়ে ক্ষত হলে
তোর হাতে তুই মলম মাখিস।।
ভুল হলে তুই শুধরিয়ে দিস
প্রয়োজনে দিস কান মলে,
তবু আমায় একা ফেলে
কখনো তুই যাসনা চলে।।
আমাকে তুই ডুবিয়ে দিস
ভালোবাসার ঋণে ঋণে,
চোখে চোখে রাখিস আমায়
এ জীবনের বাকি দিনে।
চিরতরে ঘুমায় যদি
তোর স্মৃতিতে আমায় আঁকিস।।
Comments
Post a Comment