প্রেমের অনাহারে
প্রেমের অনাহারে
খাদিজা বেগম
তোমার ঐ মুখ দেখার পরে
ভুল হয়ে যায় আমার বারে বারে,
মনের মানুষ দূরে রেখে
কভু কেউ কি ভালো থাকতে পারে।।
তোমার চোখের চাহনিতে
আমার মনে প্রেম জাগাইয়া দিলে।
ভাল্লাগেনা লেখা পড়া
মন বসে না পরার ওই টেবিলে,
আমার এমন ঘুরে এখন
প্রেম ভিক্ষারী হয়ে তোমার দ্বারে।।
যা বলে মন মনে মনে
তা পারিনা তোমায় বলতে ফোনে,
না বলা সব কথাগুলো
অশ্রু হয়ে নামে চোখের কোনে।।
সবাই কি আর বলতে পারে
ভালবাসার কথা সহজ করে,
ভালোবাসি তোমায় আমি
তাই লিখেছি চোখের পাতা ভরে।
চোখ দেখেও না পড়িলে
আমি মরবো প্রেমের অনাহারে।।
Comments
Post a Comment