সাক্ষী অন্তর্যামী
সাক্ষী অন্তর্যামী
খাদিজা বেগম
অবহেলা পেয়ে পেয়ে
এই শিখেছি আমি,
পৃথিবীতে মানুষ হলো
সবার চেয়ে দামি।।
মানুষেরে মানুষ ছাড়া
কেহ সম্মান দেয় না,
অমানুষের কাছে মানুষ
কভু সম্মান পায় না।
মানুষ হতে মায়া লাগে
শিখে নিও তুমি।।
জ্ঞানী হতে শিক্ষা লাগে
শিক্ষা ছাড়া বোকা,
বোকা হলে সারা জীবন
খেতে হবে ধোঁকা।।
অপমান বা সম্মান করো
তাহা ফেরত আসবে,
ঠিক করে লও ভবিষ্যতে
কাঁদবে নাকি হাসবে।
কি ভেবেছ কি করেছো
সাক্ষী অন্তর্যামী।।
Comments
Post a Comment