মানুষ হবার ইচ্ছা

 মানুষ হবার ইচ্ছা

খাদিজা বেগম 


আমার সময় ভাগ করেছি 

আমি অনেক ভাগে ভাগে,

সত্যি কারের মানুষ হতে 

ভাগ নিজেকে করা লাগে।।


সকল ভাগের প্রথম ভাগটা 

মহান স্রষ্টা ইবাদাতে,

তার আদেশের বাইরে কভু 

নিজের ইচ্ছায় না যাই যাতে।

সাদা হৃদয় ভরতে চাই না

পাপ কালিমার দাগে দাগে।।


দ্বিতীয় ভাগ আমার কর্ম 

নৈতিকতার সাথে করি,

অনৈতিক পথ ধরবো না তো 

যদিও বা আমি মরি।।


তৃতীয় ভাগ সৎব্যবহার 

শালীন পোশাক সুন্দর কথা,

আমার হতে যাতে কভু 

কোন মানুষ না পায় ব্যথা।

আজ নিজেকে ভাগ করে দাও 

যদি তোমার ইচ্ছা জাগে।।


চতুর্থ ভাগ চিন্তার জন্য 

একা একা চিন্তা করো, 

অতীত নিয়ে চিন্তা কর 

ভবিষ্যতের চিন্তা করো।

আগাছা সব ঝেড়ে ফেলে 

পুষ্প ফুটাও চিন্তার বাগে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান