শোধরাতে চাই

 শোধরাতে চাই 

খাদিজা বেগম 


প্রতিদিনি করে যাচ্ছি 

মহান স্রষ্টার আদেশ-নিষেধ অমান্য, 

তবু নিজে না শুধরিয়ে 

অন্যদের কে যাচ্ছি বলে জঘন্য।।


ভেবে দেখি আমার চেয়ে 

জঘন্য নাই এই পৃথিবীর উপরে, 

মনে পাপের কালি ভরে 

আমি ঝলমল থাকি আমার কাপড়ে।

আমি কারো কষ্টের কারণ 

হতাম নাতো বুদ্ধি থাকলে সামান্য।।


তবু নিজে মহাপণ্ডিত 

সাধু সেজে বসে আছে সমাজে, 

এই সমাজটা ধ্বংস হলো 

তলে তলে আমার হাতের অকাজে।।


আর কবে যে মানুষ হবো 

হৃদয় থেকে ছেড়ে দেবো শয়তানি,

প্রতী কাজে চিন্তা ভাবনায় 

মেনে চলবো মোহন স্রষ্টার সব বাণী।

আমি মানুষ সৃষ্টির সেরা 

তবে কেন হয়ে গেছি নগণ্য।।


এখন থেকে শোধরাতে চাই 

আমি আমার চিন্তা ভাবনা ব্যবহার, 

নিজে নিজে ব্যস্ত থাকবো 

সত্য, নিষ্ঠা, ত্যাগের কাজে বারে বার।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান