টাকার টানে
টাকার টানে
খাদিজা বেগম
টাকার টানে ঢাকায় এলাম
এসে দেখি স্বার্থপরে ভরা,
দুই নয়নে বৃষ্টি ঝরে
চারিদিকে মানবতার খরা।।
ঢাকায় এসে পা রাখিতেই
ছিনতাইকারী সব নিয়েছে লুটে,
হেঁটে চলার পথ দেখিনা
কানায় কানায় গাড়ি ভরা রুটে।
ইট পাথরের এই শহরে
সবাই যেন ইট পাথরের গড়া।।
আজ কতদিন খাইনি আমি
এই শহরের কলের পানি ছাড়া,
কাজের খোঁজে গেলে কাছে
ওরা সবাই করে আমায় তারা।
এই শহরে এত মানুষ
এত খাবার তবু ক্ষুধায় মরি,
একটি কাজের সন্ধান চেয়ে
কত জনার পায়ে পায়ে ধরি।
নির্মমতার এই শহরে
সব মানুষের মনুষত্ব মরা।।
Comments
Post a Comment