চোখের বারি

 চোখের বারি 

খাদিজা বেগম 


চোখের পাতা বন্ধ করলেও

বন্ধ হয় না চোখের বারি,

ফোঁটা ফোঁটা পড়তে থাকে 

অবিরত কাড়ি কাড়ি।।


হাজার কষ্ট চেপে রেখে 

এই নিদারুন গহীন বুকে, 

অভিনয়ের মিষ্টি হাসি 

দিবানিশি রাখি মুখে।

স্বপ্ন থেকে সুখ আসে না 

সুখ দিয়েছে যেন আড়ি।


চারিদিকে চেয়ে দেখি 

আসলে তো কেউ সুখী নয়,

সবাই করে সারা জীবন 

সুখে থাকার এক অভিনয়।।


জীবন যেন কষ্টেরি নাম

কষ্ট ছাড়া হয়না জীবন,

যেদিন কষ্ট থাকবে না আর 

সেদিন আসবে ছুটি মরণ। 

তখন আমি সুখের চোটে 

নয়ন বুজে দেবো পাড়ি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান