আসল ধর্ম
আসল ধর্ম
খাদিজা বেগম
মন্দ লোকের সঙ্গী হলে
কিংবা করলে পক্ষপাতি,
কোন কালেও জ্বলবে না আর
আলোকিত আশার বাতি।।
মন্দ থেকে দূরে থাকো
মন্দ কাজকে করো ঘৃণা,
মানুষ কভু হয় না মানুষ
একজন ভালো সঙ্গী বিনা।
ভালোর সন্ধ্যান না করিলে
ভোর হবে না আঁধার রাতি।।
দেখে শুনে চলো রে মন
ভেবেচিন্তে করো কর্ম,
নৈতিকতার রক্ষা করা
এটাই সবার আসল ধর্ম।।
ক্ষুদ্র স্বার্থে যে খেয়েছে
মনুষ্যত্ব বিক্রি করে,
সেই মানুষটা মানুষ তো নয়
শয়তান থাকে তার অন্তরে।
অমানুষেও ফের মানুষ হয়
হতে পারলে ভালোর সাথী।।
Comments
Post a Comment