মনের মানুষ

 মনের মানুষ 

খাদিজা বেগম 


তার মত ঐ মায়াবী মুখ 

আর দেখি নাই এই ভুবনে, 

বিধির কাছে এই মোনাজাত 

তারে এনে দাও জীবনে।।


আমার এমন মধুর ঘুমটা 

হায়রে হায় কে ভেঙ্গে দিল, 

ঘুমের ঘরে মনের মানুষ 

আমার কাছে এসেছিল।

বিধি তুমি ঘুম ঢেলে দাও 

ঘুম ঢেলে দাও দুই নয়নে।।


ঘুমাতে চায় ঘুমাতে চাই 

আমি জনম জনম ধরে, 

মনের মানুষ আসে যদি 

আবার আমার ঘুমের ঘরে।।


তুমি আমায় কাদাইও না 

ভাসাইও না চোখের জলে, 

তার বিরহে দিবানিশি 

আমার এ মন শুধু জ্বলে।

মিলেমিশে এক হতে চায় 

তার সাথে মন মনে মনে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান