স্মৃতির কাটা
স্মৃতির কাটা
খাদিজা বেগম
কথা কও না দেখা দাও না
তবুও তো থাকো মনের মাঝে,
তোমার স্মৃতি কাটা হয়ে
বারে বারে বুকের ভিতর বাজে।।
ভালোবেসে কাছে এসে
চলে গেছো যোজন যোজন দূরে,
বিরহী মন যখন তখন
তোমার স্মৃতির অনলে যায় পুড়ে।
ভুলতে গেলেও ভোলা যায় না
মনে পড়ে সকাল বিকাল সাঁঝে।।
ভালোবাসো নাইরে বন্ধু
ভালোবাসো নাই আমাকে কভু,
এক বুক ব্যথা নিয়ে আমি
তোমার জন্য দোয়া করি তবু।।
যেথায় থাকো ভালো থাকো
কষ্ট পাও না যেন আমার মত,
তোমার বুকে হয় না যেন
কোনদিনও রক্ত ঝরা ক্ষত।
তোমার স্মৃতির গন্ধ মাখা
আজো আমার মনের ভাঁজে ভাঁজে।।
Comments
Post a Comment