অবহেলা সয় না
অবহেলা সয় না
খাদিজা বেগম
আমি তারি প্রেমিক হলে
সে প্রেমিকা কেন হয় না,
সয় না সয় না এই পরানে
এতো অবহেলা সয় না।।
আমি হলে একজন পুরুষ
সে হয়ে যায় একজন নারী,
আমি একজন কিশোর হলে
সে হয়ে যায় এক কিশোরী।
যে কথাটা মন শুনতে চায়
সে কথা সে কেন কয় না।।
আমি একজন তরুণ হলে
সে হয়ে যায় এক তরুণী,
আমি তারি স্বজন হলে
কেন হয় না সে সজনী।।
আমি তারি রাজা হলে
সে কেন যে হয় না রানী,
এই চোখ যারে দেখতে পাগল
সে ঝরায় এই চোখের পানি।
মনে মনে মন ধরেছে
তবু তারে পাবার বায়না।।
Comments
Post a Comment