মনের মানুষ
মনের মানুষ
খাদিজা বেগম
ও বিধাতা তুমি যদি
আমার মনের মানুষ দিতে,
দিবানিশি মেতে থাকতাম
রোমান্স আর খুনসুটিতে।।
ঝগড়াঝাটি রাগারাগী
করতাম না তারি সাথে,
চোখে চোখে রাখতাম তারে
শত কাজের অজুহাতে।
দিবানিশি ব্যস্ত থাকতাম
তারি হাতের আদর নিতে।।
হাসি গানে দিন কাটাতাম
সুখের স্রোতে ভেসে ভেসে,
খুব আনন্দে থাকতাম দুজন
দুজনারে ভালবেসে।।
সঙ্গী বিনা একলা জীবন
বড় শূন্য শূন্য লাগে,
ভালোবাসার লেনাদেনা
করার জন্য ইচ্ছা জাগে।
একা একা ভাল্লাগেনা
এমন সুন্দর পৃথিবীতে।।
Comments
Post a Comment