চর্চা করতে হবে
চর্চা করতে হবে
খাদিজা বেগম
মহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
মানুষ হয়ে জন্ম নিলাম ভবে,
তাই মানবিক গুণাবলী
আমাদেরকে চর্চা করতে হবে।।
জন্মের সময় আমরা কাঁদলাম
মৃত্যুর সময় কাঁদে যেন ভুবন,
তাই আমাদের গড়তে হবে
সত্য ন্যায়ের ত্যাগী সুন্দর জীবন।
কারো ক্ষতি করব না কেউ
এসো আমরা শপথ করি তবে।।
অর্থ সম্পদ জায়গা জমি
এর চেয়েও বড় হলো ঈমান,
এটা সেটা নাই দেখিয়ে
পথভ্রষ্ট না করে যেন শয়তান।।
আমরা মানুষ সুবিচারক
সবার আগে করবো নিজের বিচার,
নিজেদের ভুল শুধরে নেব
করবো না ভুল ফিরে ফিরে আবার।
আমরা মানুষ হবে না তো
অন্যায় কর্ম না ছাড়িবো যবে।।
Comments
Post a Comment