চরিত্রহীন
চরিত্রহীন
খাদিজা বেগম
আমি যখন আশায় থাকি
তোমায় কাছে পাবার আশা নিয়ে,
তুমি তখন অন্য জনে
মাস্তি কারো আমায় ফাঁকি দিয়ে।।
আমি সইলেও সইবে না রব
আমার সাথে প্রতারণা করা,
সেই বিচারক সবই জানেন
শেষ বিচারে খাইবা তুমি ধরা।
কোন লালসায় ভুলে গেছো
তোমার আমার পবিত্র এই বিয়ে।।
বিয়ের নামে বন্দি করে
তোমার ঘরে রেখে দিলে আমায়,
তুমি ব্যস্ত অন্যের সাথে
প্রয়োজনে পাইনা আমি তোমায়।।
রক্তের বাঁধন ছেড়ে এলাম
তোমায় ভেবে সবার চেয়ে দামি,
চরিত্রহীন দুর্গন্ধময়
আজকে দেখি সেই তোমাকে আমি।।
এরপরেও কেমন করে
প্রেম করিবো তোমার কাছে গিয়ে।।
Comments
Post a Comment