আল্লাহ্ তায়ালার ফরমান
আল্লাহ্ তালার ফরমান
খাদিজা বেগম
আঁধার পথে আর যেয়ো না
তোমার পথের দিশা কোরআন,
যেথায় থাকো যেমন থাকো
দৃঢ় রাখো তোমার ঈমান।।
কোরআন রাখো আগে আগে
তার পিছনে চলো তুমি,
কোরআন ছাড়া শূন্য জীবন
যেমন ধুধু মরুভূমি ।।
কোরআন পড়লে বুদ্ধি বাড়ে
বুদ্ধির সাথে বারে সম্মান।।
যারাই কোরআন পড়ে বেশি
তারাই হয়ে উঠে জ্ঞানী,
তাদের কাছে প্রাণের চেয়ে
বেশি দামি রবের বাণী।
সন্ন্যাসী আর অলস লোকের
ধর্ম বলে নাই কিছু নাই,
কর্ম ছাড়া হয়না মানুষ
তাই তো আমরা কাজ করে খাই।।
সত্য ন্যায়ের পথে থাকো
এত আল্লাহ্ তালার ফরমান।।
Comments
Post a Comment