ভালোবাসি তোমাকে খুব

 ভালোবাসি তোমাকে খুব 

খাদিজা বেগম 


রাত গভীরে টিনের চালে 

বৃষ্টি নামে যখন টুপ টুপ,

তখন আমার স্বপ্নের ঘরে 

ভেসে বেড়ায় তোমারি রূপ।।


তুমি আমি চোখাচোখি 

তুমুল বৃষ্টি ভেজা রাতে,

খুব নিরবে বসে আছি 

ধোঁয়া ওঠা চার কাপ হাতে।

চায়ে ভেজা ওই ঠোঁট দেখে

মন দিয়েছে প্রেমেতে ডুব।।


এমন কেউ কি আছে ভবে 

সারা দেয়নি প্রেমের ডাকে,

এ মন যদি প্রেমে পড়ে 

আমার কি বা করার থাকে।।


এই পৃথিবীর সব নিরুপায় 

অদৃশ্য এক প্রেমের কাছে, 

প্রেম ঠেকাবার সাধ্য কি আর

মানবজাতির কাছে আছে।

জানুক জানুক এই পৃথিবী 

ভালোবাসি তোমাকে খুব।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান