ফেলে দেয়া খাম
ফেলে দেয়া খাম
খাদিজা বেগম
খারাপ সময়ের হাত ধরে ভালো সময় আসে,
হাজারো কষ্ট পাস কাটিয়ে সব মানুষে বাঁচে।
বল না, তুমি তোমায় ভাবছো কেন এতটা দুঃখী,
মনে রেখো দুনিয়াতে কেহ নয় তো পূর্ণ সুখী।
হাসি কান্নার এইতো জীবন সুখে দুঃখে মেলানো,
হাজারো ফুল পাখি কবিতা আছে এই মন ভোলানো।
তবু রাতের মত ফিরে ফিরে ফের দুঃখ আসে,
তবুও প্রতিটা রাত শেষে সোনালী সূর্য হাসে।
আজকে তুমি দুঃখ পেয়েছো তাইতো ভিজেছে বুক,
একটুখানি ধৈর্য ধরো কাল পাবে তুমি সুখ।
কান্না ছাড়া হয়না জীবন তাই তুমি আজ কাঁদো,
কান্নার সুতা দিয়ে তুমি তোমার জীবন বাঁধো।
দুঃখের জীবন হলেও তো সেই জীবনটা তোমার,
মরণের দুয়ার থেকে তাই ফিরিয়ে আনো আবার।
দুঃখ বলো সুখ বলো চিরস্থায় কিছু তো নাই,
দুঃখের অনলে পুড়ে পুড়ে দুঃখটা হবে ছাই।
চিরদিনি সোনা পুড়ে পুড়ে আরো বেশি খাঁটি হয়,
খাঁটি সোনা হতে হলে দূর করে দাও পোড়ার ভয়।
মিলনের সুখ পেতে হলে সহ্য কর বিরহ,
বিরহ জ্বালাতে জ্বলে নাই এমন তো নাই ভবে কেহো।
বিশ্বাসঘাতকতার বিষে আহত হলে মন,
ঝর্নার মতন হবেই মনে রক্তক্ষরণ।
তবুও তোমাকে বেঁচে থাকতে হবে এই পৃথিবীতে,
অন্যদের দোষে কেন যাবে আত্মহতি দিতে?
যে যাবার তারে চলে যেতে দাও ধরে বেঁধে রেখো না,
তোমার সাথে শুধু নয় সব দেখে কেন শেখনা।
যে কটা দিন থাকার ছিল সে কটা দিনি সে ছিল,
এখন ব্যথা দেওয়ার সময় তাইতো সে ব্যথা দিল।
তোমার জীবন তোমার মত চলে নাই কখনো,
তুমি অন্যের নিয়ন্ত্রণে ছিলে আছো এখনো।
নিয়ম নিয়ন্ত্রণকারীর নিয়ন্ত্রণে থাকা,
এ কাজ কি তোমার অন্যকে নিয়ন্ত্রণে রাখা?
কে কাহাকে দুঃখ দিলো তাতে কিছু তো আসে যায় না,
দুঃখের বিষয় নিজেকে যে রক্ষা করতে চায় না।
সবার আগে নিজের জীবন এই কথা মনে রেখো,
নিজেকে বাঁচাবার পরে অন্যের দিকে চেয়ে দেখো।
নিজের চেয়ে বেশি দেবেনা কভু অন্যকে দাম,
তাহলে সে হবে চিঠি তুমি হবে ফেলে দেয়া খাম।
Comments
Post a Comment