শিক্ষক জাতির মাথা
শিক্ষক জাতির মাথা
খাদিজা বেগম
শিক্ষা জাতির মেরুদন্ড হলে
শিক্ষক হবে জাতির মাথা,
সেই শিক্ষক হয় যদি দুর্নীতিবাজ
ঘুচবে না সেই জাতির ব্যথা।।
তেঁতুল গাছে ধরে শুধু তেতুল
কাঁঠাল আশা করাটা ভুল,
দুর্নীতিবাজ শিক্ষক থেকে জাতি
শিক্ষা নিলে হারাবে কুল।
শিক্ষার্থীরা পাবে শুধু সনদ
কেউ পাবে না নৈতিকতা।।
যেমন কচু থেকে কচু ছড়ায়
লিচু থেকে ছড়ায় লিচু,
দুর্নীতিবাজ শয়তান জেনেও
কেউ যেওনা তাদের পিছু।।
মানুষ হলে সৎ নীতিবান মানুষ
ধ্বংস হত দুর্নীতিবাজ,
তবেই নৈতিকতায় নৈতিকতায়
আলোকিত হত সমাজ।
এসো নৈতিকতার চর্চা করি
শুদ্ধ রাখি চিন্তার পাতা।।
Comments
Post a Comment